Ajker Patrika

ব্রাজিলে দাঙ্গার সমর্থনে দেওয়া পোস্ট মুছে ফেলছে ফেসবুক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২১: ৪৬
ব্রাজিলে দাঙ্গার সমর্থনে দেওয়া পোস্ট মুছে ফেলছে ফেসবুক

ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনে হামলার ঘটনাকে ‘সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে মেটার অধীনে থাকা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এই দাঙ্গার পক্ষের সব পোস্ট মুছে ফেলা শুরু হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র বলেন, মানুষকে অস্ত্র কিংবা খালি হাতে কংগ্রেস, প্রেসিডেন্টের বাসভবন বা সরকারি ভবনে হামলা চালানোর আহ্বানসংক্রান্ত পোস্ট তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হচ্ছে। 

তিনি আরও বলেন, ‘আমরা এই ঘটনাকে সহিংসতা হিসেবে চিহ্নিত করছি। যার অর্থ দাঁড়ায়, এই ঘটনাকে সমর্থন বা প্রশংসামূলক সব পোস্ট সরিয়ে ফেলা হবে মেটার প্ল্যাটফর্মগুলো থেকে। আমরা সক্রিয়ভাবে এই ঘটনার ওপর নজর রাখছি এবং আমাদের নীতিবিরোধী সব কনটেন্ট আমরা মুছে ফেলা অব্যাহত রাখব।’ 

গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। ফেসবুক পরবর্তীতে এই হামলায় উসকানি বা প্রশংসামূলক সব পোস্ট মুছে ফেলে। এই দাঙ্গার সময় উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফেসবুক। যা ওই বছরের ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়। চলতি মাসের ৭ তারিখ নিষেধাজ্ঞার দুই বছর পূর্ণ হয়েছে। 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা গত রোববার দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছে। গত বছরের অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি বলসোনারো, সেই সঙ্গে তাঁর বহু সমর্থকও পরাজয় মেনে নিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এই নজিরবিহীন হামলা। 

গত বছরের ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর থেকে ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। রোববার বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এই হামলার সময় সাও পাওলো রাজ্যে একটি সরকারি সফরে ছিলেন লুলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত