ঘৃণামূলক বক্তব্য মোছার বদলে কম দেখাবে টুইটার 

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ১৪: ০৬

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ঘৃণামূলক বক্তব্যের বৃদ্ধি পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। অবশেষে টুইটার ঘৃণামূলক বক্তব্যের ব্যাপারে নিয়েছে নতুন সিদ্ধান্ত। তবে ঘৃণামূলক বক্তব্য মুছে ফেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি প্ল্যাটফর্মটি। এখন থেকে ঘৃণামূলক বক্তব্য সংবলিত পোস্টে একটি ‘ওয়ার্নিং লেবেল’ যুক্ত হওয়ার পাশাপাশি খুব অল্পসংখ্যক ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে এই পোস্ট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, টুইটার নতুন একটি লেবেল চালু করবে যা শুধুমাত্র ঘৃণামূলক বক্তব্য সংবলিত পোস্টে দেখা যাবে। টুইটারের অ্যালগরিদম পোস্টটির রিচ কমিয়ে দেবে। ফলে বেশি সংখ্যক ব্যবহারকারী পোস্টটি দেখতে পাবেন না।

এদিকে এখন থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট। এর আগে সর্বোচ্চ ২৮০ ক্যারেক্টারের পোস্ট লেখা যেত। ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের পোস্ট লেখা যেত।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অফিশিয়াল 'টুইটার রাইট' অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই ঘোষণা দেওয়া হয়। শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা ১০ হাজার ক্যারেক্টারের পোস্ট করতে পারবেন। টুইটগুলোকে বোল্ড করে বা ইটালিক ফন্ট ব্যবহার করে ফরম্যাটও করতে পারবেন তাঁরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত