প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি মেটার নতুন একটি অ্যাপের দেখা পাওয়া গেছে। একটি ফাঁস হওয়া মার্কেটিং স্লাইডে অ্যাপটির বিস্তারিত দেখতে পাওয়া যায়। মেটা এটিকে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ বলছে। তবে টেক্সট বেজড হওয়ায় নতুন এই অ্যাপটি দেখতে একদম টুইটারের মতো।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির আলাদা কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম— পিনাইনটু। নতুন অ্যাপটি ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে। ফলে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের।
অ্যাপের ভেতর সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে। ছবি বা গানও যুক্ত করা যাবে পোস্টে। ফাঁস হওয়া স্লাইডটিতে মাত্র দুটি স্ক্রিনশট দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্ল্যাটফর্মটি আনছে মেটা।
এদিকে, নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
সম্প্রতি মেটার নতুন একটি অ্যাপের দেখা পাওয়া গেছে। একটি ফাঁস হওয়া মার্কেটিং স্লাইডে অ্যাপটির বিস্তারিত দেখতে পাওয়া যায়। মেটা এটিকে ইনস্টাগ্রামের টেক্সট বেজ অ্যাপ বলছে। তবে টেক্সট বেজড হওয়ায় নতুন এই অ্যাপটি দেখতে একদম টুইটারের মতো।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটির আলাদা কোনো নাম দেওয়া হয়নি। তবে এর কোডনেম— পিনাইনটু। নতুন অ্যাপটি ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই লগইন করতে হবে। ফলে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের।
অ্যাপের ভেতর সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টারের পোস্ট লেখা যাবে। ছবি বা গানও যুক্ত করা যাবে পোস্টে। ফাঁস হওয়া স্লাইডটিতে মাত্র দুটি স্ক্রিনশট দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্ল্যাটফর্মটি আনছে মেটা।
এদিকে, নিজেদের প্রথম এআই চিপ তৈরিতে কাজ করছে টেক জায়ান্ট মেটা। মেটার এই নতুন চিপের নাম ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলেটর’ বা এমটিআই চিপ। এক ব্লগ পোস্টে এই চিপ তৈরির ঘোষণা দিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত এআই চিপগুলো থেকে আরও দক্ষ ও শক্তিশালী হবে মেটার নতুন চিপ। নতুন এই চিপ মেটার মেটাভার্সের পাশাপাশি নতুন এআইভিত্তিক পরিষেবাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেটা একমাত্র প্রতিষ্ঠান নয়, যেটি নিজস্ব এআই চিপ তৈরি করছে। গুগল, মাইক্রোসফট ও আমাজনও এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করছে।
এমটিআই চিপের পাশাপাশি ভিডিও ট্রান্সকোডিংয়ে জন্য ‘এমভিএসপি’ বা ‘মেটা স্ক্যালেবল ভিডিও প্রসেসর’ নামের একটি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ নিয়েও কাজ করছে মেটা।
ঢাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এবং লোডশেডিং কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হালিমা হক।
৯ ঘণ্টা আগেএয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ...
১৫ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
১৬ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে