Ajker Patrika

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ‘আর্কাইভ’ করবে টুইটার

প্রযুক্তি ডেস্ক
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ‘আর্কাইভ’ করবে টুইটার

অনেক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো আর্কাইভ করবে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত সোমবার প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটারে এক পোস্টে এ ঘোষণা দেন।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৮ মে) এক টুইটে ইলন মাস্ক লেখেন, ‘ বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোকে আমরা মুছে ফেলছি। ফলে আপনার ফলোয়ার সংখ্যা কমে যেতে দেখতে পারেন।’

পরবর্তীতে ভিডিও গেম ডেভেলপার জন কারম্যাকের একটি টুইটের জবাবে মাস্ক বলেন, অ্যাকাউন্টগুলো ‘আর্কাইভ’ করা হবে। তবে অ্যাকাউন্ট আর্কাইভের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক। এ ছাড়া, ঠিক কত বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট আর্কাইভ করা হবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি। 

এদিকে, কয়েক মাসের ব্যবধানে শুরুর দিকের ব্লু টিক সাবস্ক্রাইবারদের অর্ধেকেরও বেশি হারিয়েছে টুইটার। গত ৩০ এপ্রিল ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে নেমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে। অর্থাৎ ৮১ হাজার ৮৪৩ জন বা ৫৪ দশমিক ৫ শতাংশ ব্লু টিকধারী তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করেছেন।

এর আগে, প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দেওয়ার কথা জানান টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৯ এপ্রিল) এক টুইটে মাস্ক লেখেন, ‘আগামী মাস থেকে প্ল্যাটফর্মে প্রতিবেদন পড়ার জন্য প্রতি ক্লিকে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে সংবাদমাধ্যমগুলো।’

এই সুবিধায় প্রতি প্রতিবেদন পড়ার জন্য আলাদা করে অর্থ দেবে পাঠকেরা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক হারে চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম ও পাঠক উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করেন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত