প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট ‘মাই এআই’ চালু হতে যাচ্ছে স্ন্যাপচ্যাটে। প্ল্যাটফর্মটির সব ব্যবহারকারী বিনা মূল্যে এই চ্যাটবট ব্যবহারের সুযোগ পাবেন। এর আগে শুধু ‘স্ন্যাপচ্যাট প্লাস’ গ্রাহকদেরই এটি ব্যবহারের সুযোগ ছিল।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাটের ‘পার্টনার সামিট’ আয়োজনে ‘মাই এআই’ চ্যাটবট বৈশ্বিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান স্পিগেল।
সবাইকে ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে চ্যাটবটটিতে। চ্যাটবটটি এখন ছবি ও ভিডিওর স্ন্যাপের জবাবও দিতে পারে। চ্যাটবটটিকে একটি ‘@’ চিহ্ন উল্লেখ করে গ্রুপ চ্যাটে যোগ করা যাবে। ব্যবহারকারীরা একটি কাস্টম বিটমোজি অবতারের সঙ্গে তাদের বটের চেহারা এবং নাম পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া, ‘মাই এআই’ এখন থেকে স্ন্যাপচ্যাটের ক্যামেরায় বা অ্যাপের ম্যাপ ট্যাব থেকে দেখার জায়গাগুলোতে ব্যবহারের জন্য এআর ফিল্টার সুপারিশ করতে পারবে।
সম্প্রতি, চ্যাটবটে ‘সেফটি টুল’ চালু করে স্ন্যাপচ্যাট। নতুন টুলটি চালুর ফলে চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী স্ন্যাপচ্যাট জানিয়েছে, সেফ গার্ড নামের টুলটির মাধ্যমে ব্যবহারকারীর বয়স জানতে পারবে চ্যাটবটটি। ফলে বয়স অনুযায়ী উত্তর দিতে পারবে চ্যাটবট। এ ছাড়া কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের সংলাপও দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর পর অনেক ব্যবহারকারীই চ্যাটবটকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নতুন এই টুল চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট সঠিকভাবে ব্যবহৃত হবে।
এর আগে অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকোমেন্ডেশন টুল চালু করে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট ‘মাই এআই’ চালু হতে যাচ্ছে স্ন্যাপচ্যাটে। প্ল্যাটফর্মটির সব ব্যবহারকারী বিনা মূল্যে এই চ্যাটবট ব্যবহারের সুযোগ পাবেন। এর আগে শুধু ‘স্ন্যাপচ্যাট প্লাস’ গ্রাহকদেরই এটি ব্যবহারের সুযোগ ছিল।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাটের ‘পার্টনার সামিট’ আয়োজনে ‘মাই এআই’ চ্যাটবট বৈশ্বিকভাবে চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান স্পিগেল।
সবাইকে ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে চ্যাটবটটিতে। চ্যাটবটটি এখন ছবি ও ভিডিওর স্ন্যাপের জবাবও দিতে পারে। চ্যাটবটটিকে একটি ‘@’ চিহ্ন উল্লেখ করে গ্রুপ চ্যাটে যোগ করা যাবে। ব্যবহারকারীরা একটি কাস্টম বিটমোজি অবতারের সঙ্গে তাদের বটের চেহারা এবং নাম পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া, ‘মাই এআই’ এখন থেকে স্ন্যাপচ্যাটের ক্যামেরায় বা অ্যাপের ম্যাপ ট্যাব থেকে দেখার জায়গাগুলোতে ব্যবহারের জন্য এআর ফিল্টার সুপারিশ করতে পারবে।
সম্প্রতি, চ্যাটবটে ‘সেফটি টুল’ চালু করে স্ন্যাপচ্যাট। নতুন টুলটি চালুর ফলে চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী স্ন্যাপচ্যাট জানিয়েছে, সেফ গার্ড নামের টুলটির মাধ্যমে ব্যবহারকারীর বয়স জানতে পারবে চ্যাটবটটি। ফলে বয়স অনুযায়ী উত্তর দিতে পারবে চ্যাটবট। এ ছাড়া কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের সংলাপও দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর পর অনেক ব্যবহারকারীই চ্যাটবটকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নতুন এই টুল চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট সঠিকভাবে ব্যবহৃত হবে।
এর আগে অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকোমেন্ডেশন টুল চালু করে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে