অনলাইন ডেস্ক
কারাগারে রহস্যজনকভাবে মারা যাওয়া পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রীর এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। স্বামীর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই তাঁর অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যায়।
গতকাল সোমবার প্ল্যাটফর্মটিতে নাভালনির স্ত্রী ইউলিয়া একটি মুক্ত রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।
রাশিয়ার কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিশ্চিত করার পরই এমন ঘোষণা দেন তাঁর স্ত্রী। এরপর আজ মঙ্গলবার বিকেল থেকেই তাঁর অ্যাকাউন্ট অন্য ব্যবহারকারীরা আর দেখতে পাচ্ছিলেন না।
ইউলিয়ার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ থাকার বিষয়ে এক্স থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিস্টেমের ভুলে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা অপব্যবহার ও স্প্যাম ভেবে ভুলবশত ইউলিয়ার অ্যাকাউন্টটি আমাদের নীতির লঙ্ঘন করেছে বলে ধরে নিয়েছিল। ভুলের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকাউন্ট সচল করেছি। আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ করছি।
এক্সের বিধিমালা অনুসারে, স্প্যাম বা সহিংস কিছু পোস্ট করা হলে বা অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে থাকলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
স্বামী নাভালনির রাজনৈতিক প্রচারণার পুরো সময়টাই আড়ালে ছিলেন স্ত্রী ইউলিয়া। স্বামীর মৃত্যুর পর গতকাল সোমবার এক্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন তিনি।
একই দিন একটি ভিডিও পোস্ট করে ইউলিয়া অভিযোগ করেন, রুশ কর্তৃপক্ষ তাঁর স্বামীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আগে শরীর থেকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট নোভিচকের আলামত উধাও হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ক্রেমলিন বলেছে, অভিযোগটি ভিত্তিহীন এবং তাঁর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।
আবেগঘন ভিডিও বার্তায় ইউলিয়ার কণ্ঠস্বর শোক ও ক্রোধে কাঁপতে শোনা যায়। তাঁর ভিডিও বার্তাটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরপরই এক লাখের বেশি ফলোয়ার পেয়েছেন ইউলিয়া।
কারাগারে রহস্যজনকভাবে মারা যাওয়া পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রীর এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। স্বামীর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই তাঁর অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যায়।
গতকাল সোমবার প্ল্যাটফর্মটিতে নাভালনির স্ত্রী ইউলিয়া একটি মুক্ত রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।
রাশিয়ার কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিশ্চিত করার পরই এমন ঘোষণা দেন তাঁর স্ত্রী। এরপর আজ মঙ্গলবার বিকেল থেকেই তাঁর অ্যাকাউন্ট অন্য ব্যবহারকারীরা আর দেখতে পাচ্ছিলেন না।
ইউলিয়ার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ থাকার বিষয়ে এক্স থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিস্টেমের ভুলে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা অপব্যবহার ও স্প্যাম ভেবে ভুলবশত ইউলিয়ার অ্যাকাউন্টটি আমাদের নীতির লঙ্ঘন করেছে বলে ধরে নিয়েছিল। ভুলের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকাউন্ট সচল করেছি। আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ করছি।
এক্সের বিধিমালা অনুসারে, স্প্যাম বা সহিংস কিছু পোস্ট করা হলে বা অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে থাকলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
স্বামী নাভালনির রাজনৈতিক প্রচারণার পুরো সময়টাই আড়ালে ছিলেন স্ত্রী ইউলিয়া। স্বামীর মৃত্যুর পর গতকাল সোমবার এক্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন তিনি।
একই দিন একটি ভিডিও পোস্ট করে ইউলিয়া অভিযোগ করেন, রুশ কর্তৃপক্ষ তাঁর স্বামীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আগে শরীর থেকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট নোভিচকের আলামত উধাও হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ক্রেমলিন বলেছে, অভিযোগটি ভিত্তিহীন এবং তাঁর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।
আবেগঘন ভিডিও বার্তায় ইউলিয়ার কণ্ঠস্বর শোক ও ক্রোধে কাঁপতে শোনা যায়। তাঁর ভিডিও বার্তাটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরপরই এক লাখের বেশি ফলোয়ার পেয়েছেন ইউলিয়া।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৩ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৫ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৫ ঘণ্টা আগে