Ajker Patrika

ফেসবুকে কেনাবেচা হচ্ছে আমাজন, গুগলের ‘ভুয়া’ রিভিউ

প্রযুক্তি ডেস্ক
ফেসবুকে কেনাবেচা হচ্ছে আমাজন, গুগলের ‘ভুয়া’ রিভিউ

ফেসবুকে বিভিন্ন পণ্যের ভুয়া ‘ফাইভ স্টার’ বিক্রি হচ্ছে। ফেসবুকে এমন অনেক গ্রুপের সন্ধান পাওয়া গেছে যারা নগদ অর্থ বা পণ্যের বিনিময়ে রিভিউ কেনাবেচা করে থাকে। রিভিউগুলো বেশির ভাগই আমাজন, গুগল ও ট্রাস্টপাইলট প্ল্যাটফর্মগুলোর জন্য। 

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক কনজ্যুমার গ্রুপ হুইচ ফেসবুকে মোট ১৪টি এমন গ্রুপের সন্ধান পেয়েছে। গ্রুপগুলোতে মোট ৬২ হাজারের বেশি সদস্য রয়েছে।

এর আগে ২০১৮ সালে, ভুয়া রিভিউ কেনাবেচা নিয়ে তথ্য প্রকাশ করেছিল হুইচ। তবে এবার এই সমস্যা সমাধানে আইন প্রণয়নের পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
ফেসবুকের জানিয়েছে, ভুয়া রিভিউর বিষয়টি শনাক্ত করতে ও প্ল্যাটফর্ম থেকে মুছতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে এটি।

মেটার একজন মুখপাত্র বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে প্রতারণা ও ছদ্মবেশে কোনো কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। কোনো কিছুর বিনিময়ে ভুয়া রিভিউ দেওয়াও এর অন্তর্ভুক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত