প্রযুক্তি ডেস্ক
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তাঁরা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।
আগে থেকেই অনেক শিল্পী তাঁদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।
টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’
গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অ্যাপটির সার্চ বারে ‘নিউ মিউজিক’ লিখে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে গান খোঁজার একটি হাব অথবা হ্যাশট্যাগ দেখতে পাবেন ব্যবহারকারীরা। সেখান থেকে নতুন গান এবং নতুন শিল্পী খুঁজে পাবেন তাঁরা। শিল্পীরাও নিজেদের গান প্রচারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন গান খোঁজার সময় ব্যবহারকারীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন এই সুবিধা চালু করেছে টিকটক। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড জোনাস ব্রাদার্স ও গায়ক মিগুয়েলের মতো বড় তারকারা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যে।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর আগেই অ্যাপটিতে ‘নিউ মিউজিক’ হ্যাশট্যাগের ১ হাজার ৮০০ কোটি ভিউ হয়েছে। তবে নতুন সুবিধা চালুর অল্প সময়ের মধ্যেই এই ভিউ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৯১০ কোটিতে।
আগে থেকেই অনেক শিল্পী তাঁদের গান প্রচারে এবং দর্শকদের কাছে পৌঁছাতে মিউজিকলি অ্যাপ ব্যবহার করতেন। তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১০০ কোটি ডলারে মিউজিকলি কিনে নেওয়ার পর এটি টিকটক অ্যাপে যুক্ত হয়।
টিকটকের মিউজিক অপারেশনের গ্লোবাল হেড পল হোরিকান একটি বিবৃতিতে বলেন, ‘আমরা নিউ মিউজিক হাব চালু করতে পেরে আনন্দিত। এটি গান খোঁজার একটি বৈশ্বিক হাব। যেখানে বিশ্বের জনপ্রিয় তারকা, সুপারস্টার থেকে শুরু করে উদীয়মান গায়ক— সব ধরনের শিল্পীরাই নিজেদের তুলে ধরতে পারবেন।’
গত নভেম্বরে প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় বড় লেবেলগুলো টিকটকের সঙ্গে তাদের চুক্তি নিয়ে নিয়ে পুনরায় আলোচনা করতে চাচ্ছিল। মূলত লেবেলগুলো রয়্যালটির পরিমাণ বাড়াতে চাইছে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে