অ্যাপলকে ভুল বুঝেছিলেন ইলন মাস্ক!

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ২০: ৪৬

টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার প্রধান ইলন মাস্কের। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠকের পর সমঝোতায় পৌঁছান ইলন মাস্ক। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টিম কুককে ধন্যবাদ জানিয়ে অ্যাপলের প্রধান কার্যালয় ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেন মাস্ক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজের টুইটে লিখেছে—‘টিম কুক পরিষ্কার করে জানিয়েছেন, অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপকে স্থগিত করার কোনো পরিকল্পনাই অ্যাপলের ছিল না।’ 

গত ২৮ নভেম্বর মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিলেন, অ্যাপল অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ স্থগিত করার হুমকি দিয়েছে। তবে এই হুমকির কোনো কারণও অ্যাপল জানায়নি। এ ছাড়া, টুইটারে অ্যাপল তাঁদের সিংহভাগ বিজ্ঞাপনও বন্ধ করে দিয়েছে। পরে তিনি এক টুইটে কুককে ট্যাগ করে লিখেন, ‘কি হচ্ছে এখানে?’

এর আগে, মাস্ক অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ ব্যবহার করে কেনাকাটার জন্য সফটওয়্যার ডেভেলপারদের থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফি চার্জ করার অভিযোগ আনেন। মাস্ক আরেক টুইটে জানান, কমিশন দেওয়ার পরিবর্তে তিনি অ্যাপলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত। তবে অ্যাপল মাস্কের টুইটের জবাবে কোনো মন্তব্য করেনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত