প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।
বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
১১ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
১৩ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
১৮ ঘণ্টা আগে