প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।
বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে