Ajker Patrika

টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা

প্রযুক্তি ডেস্ক
টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা

অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে।

টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে। 

এদিকে, ব্লু টিক সাবস্ক্রাইবাররা এখন থেকে টুইটারে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাচ্ছেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।  

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত