Ajker Patrika

যুক্তরাষ্ট্রে এখন টিকটকেই চলবে কেনাকাটা

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ৩৪
যুক্তরাষ্ট্রে এখন টিকটকেই চলবে কেনাকাটা

বেশ কয়েক মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ই–কমার্সের বাণিজ্য শুরু করেছে টিকটক। আজ মঙ্গলবার টিকটিকের পক্ষ থেকে একটি ব্লগপোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স শর্ট ভিডিও শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তাকে পুঁজি করার চেষ্টা করছে। 

মূল অ্যাপে বেশ কয়েকটি ফিচার যুক্ত করার মাধ্যমে টিকটক অনলাইনে কেনাকাটার সুযোগ তৈরি করছে। টিকটক কর্তৃপক্ষ আশা করছে, এটি এশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘শিন’ ও পিডিডি হোল্ডিংয়ের ‘তেমুর’ মতো সাড়া ফেলবে। 

যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ কোটি টিকটক ব্যবহারকারী আছে। যেকোনো পণ্য কিনতে হলে তাঁরা এখন নিজেদের নিউজফিডে ওই পণ্যের লিংকসহ ভিডিও ও লাইভ স্ট্রিম দেখতে পারবেন। টিকটক এখন কনটেন্ট নির্মাতা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের বিক্রয়যোগ্য কনটেন্ট তৈরির টুল দিচ্ছে।

নতুন ফিচারগুলোর মধ্যে শপ ট্যাবের মতো অপশন রয়েছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লজিস্টিকস ও পেমেন্ট সুবিধাসহ তাদের পণ্য প্রদর্শন করতে পারবে। অর্থাৎ পণ্যের পেমেন্টও টিকটকের মাধ্যমে করা যাবে।

শপিং পরিষেবাটির সঙ্গে শপিফাই, সেলসফোর্স ও জেনডেস্কের মতো অন্য আরও থার্ড পার্টি প্ল্যাটফর্ম যুক্ত করার কথা জানিয়েছে টিকটক।

গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে চালু হওয়া টিকটকের অনলাইন বাজার ব্যবস্থা এখন থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যেও পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত