
সুপারম্যান, বাজপাখি—ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের গত রাতের পারফরম্যান্স দেখে এসব উপাধিই মনে আসবে। প্রাণপণে লড়তে থাকা বার্সেলোনাকে বলতে গেলে তিনিই হারিয়ে দিয়েছেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বার্সার একের পর এক শট ফিরিয়ে দিয়ে সোমের বনে গেলেন ম্যাচের মহানায়ক।

সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।

২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষভাগে এসে পড়েছে। টুর্নামেন্ট যতই গড়াচ্ছে, ততই জমজমাট হয়ে উঠছে। এমনকি শেষ অংশে এসে কোনো কোনো ম্যাচ ছড়াচ্ছে আলো। একই সঙ্গে খেলোয়াড়দের চোট চিন্তা বাড়াচ্ছে দলগুলোর।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।