বোল্টের কাছে গাড়িও স্লো

ল-র-ব-য-হ ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২১, ২১: ০৭
Thumbnail image

জ্যামাইকার সন্তান উসাইন বোল্ট ঘণ্টায় ৩০ মাইল বেগে ছোটেন। ১০০ মিটার স্প্রিন্টারে সময় নিয়েছেন বিশ্ব রেকর্ড ৯ মিনিট ৫৮ সেকেন্ড। ২০০ মিটার, ৪ × ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডও তাঁরই মুঠোয়। সদ্য অবসরপ্রাপ্ত এই স্প্রিন্টারকে নিয়েই ল-র-ব-য-হ'র আজকের আয়োজন।

  •  উসাইন বোল্ট রাস্তায় দৌড়াচ্ছেন। এ দেখে একজন বললেন, ‘বোল্ট, আমার গাড়িতে ওঠো। তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি।’
    বোল্ট- সরি ড্যুড! কিছু মনে করোনা; আমার একটু তাড়া আছে।

  •  অফিসের বাস মিস করলে বোল্টের উপায় কী?
    -কী আর, পরের স্টেশনে গিয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা!

  • দৌড়ের সময় বোল্ট গান শুনতে পারে না; কেন?
    -গান শুনবে কী, লোকটা একের পর এক রেকর্ড ভেঙেই তো কুল পায় না।

  • বোল্ট কৃষ্ণাঙ্গ কেন?
    -তাঁর যা গতি, আলোকে দৌড়ে তাঁর নাগাল পেতে হবে তো!

  • ইলেকট্রিশিয়ান হলে বোল্টের নাম কী হতে পারত?
    -উসাইন ভোল্ট!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত