অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে