অনলাইন ডেস্ক
কলিন ব্লেইক এবং তাঁর স্ত্রী ফ্রান্সে এক প্রমোদতরীতে ভ্রমণ করছিলেন। তখনই পেরুভিয়ান ওলফ স্পাইডার নামের এক জাতের মাকড়সা তাঁকে কামড় দেয় এবং আঙুলের ভেতরে ডিম পাড়ে বলে দাবি করেন ব্লেইক। পায়ের ভেতরে থাকা অবস্থায় একটি ডিম ফুটে এমনকি বাচ্চাও বের হয়ে আসে বলে জানান তিনি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
ব্লেইক এবং তাঁর স্ত্রী নিজেদের ৩৫ তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছিলেন একটি প্রমোদতরীতে ভ্রমণ করে। ওই সন্ধ্যায় জাহাজটি মার্শেই শহরের সাগর তীরে ভিড়ে ছিল। এ সময়ই ব্লেইকের পা ফুলে যায় এবং গাঢ় লাল বর্ণ ধারণ করে।
পরের দিন জাহাজে থাকা চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তখন চিকিৎসক জানান পেরুভিয়ান ওলফ স্পাইডার তাঁকে কামড়ে দিয়েছে এবং ক্ষতের জায়গায় ডিম পেড়েছে।
এই জাতের মাকড়সারা বিষাক্ত নয়। ফ্রান্সের বন্দর নগরী মার্শেইয়ে এদের দেখা পাওয়াটা বেশ সাধারণ ঘটনা। কার্গো বা মালবাহী জাহাজে চেপে সাগর পাড়ি দিয়ে এখানে চলে আসে এগুলো।
যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের ক্রেমলিংটনে সস্ত্রীক বাস করা ব্লেইক বিবিসি রেডিওকে বলেন, ‘আমার স্ত্রী ভেবেছিল যে আমার নতুন স্যান্ডেলের কারণে এটা হতে পারে। জুতার ঘঁষায় আমার বুড়ো আঙুল এমন লাল হয়ে গিয়েছে।’
চিকিৎসক আঙুলের একটু অংশ কেটে ডিমগুলোর বের করে আনার ব্যবস্থা করেন। ছুটি কাটিয়ে ব্লেইক নিজের শহরের হাসপাতালে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিকস দেন। চার সপ্তাহ পর আঙুলে অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পান তিনি।
ব্লেইক জানান, আবারও চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁরা আবিষ্কার করেন একটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছিল। খুদে ওই মাকড়সাটাই তাঁর চামড়ার নিচে আটকে থেকে সমস্যা তৈরি করছিল।
ব্লেইক জানান, চিকিৎসকেরা মনে করেন মাকড়সার বাচ্চাটি পায়ের আঙুলের ভেতরের অংশটা খেতে খেতে বেরিয়ে আসার পথ তৈরি করছিল।
অবশ্য বিবিসি জানিয়েছে একজন বিশেষজ্ঞ ব্লেইকের এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। ইউনিভির্সিটি অব নটিংহামের ড. সারা গুডাকরে বিবিসিকে জানান, ব্লেইকের দাবি সত্যি হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। এ ধরনের মাকড়সার চামড়া ছিদ্র করার ক্ষমতাও নেই বলে মনে করেন তিনি।
কলিন ব্লেইক এবং তাঁর স্ত্রী ফ্রান্সে এক প্রমোদতরীতে ভ্রমণ করছিলেন। তখনই পেরুভিয়ান ওলফ স্পাইডার নামের এক জাতের মাকড়সা তাঁকে কামড় দেয় এবং আঙুলের ভেতরে ডিম পাড়ে বলে দাবি করেন ব্লেইক। পায়ের ভেতরে থাকা অবস্থায় একটি ডিম ফুটে এমনকি বাচ্চাও বের হয়ে আসে বলে জানান তিনি। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
ব্লেইক এবং তাঁর স্ত্রী নিজেদের ৩৫ তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছিলেন একটি প্রমোদতরীতে ভ্রমণ করে। ওই সন্ধ্যায় জাহাজটি মার্শেই শহরের সাগর তীরে ভিড়ে ছিল। এ সময়ই ব্লেইকের পা ফুলে যায় এবং গাঢ় লাল বর্ণ ধারণ করে।
পরের দিন জাহাজে থাকা চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তখন চিকিৎসক জানান পেরুভিয়ান ওলফ স্পাইডার তাঁকে কামড়ে দিয়েছে এবং ক্ষতের জায়গায় ডিম পেড়েছে।
এই জাতের মাকড়সারা বিষাক্ত নয়। ফ্রান্সের বন্দর নগরী মার্শেইয়ে এদের দেখা পাওয়াটা বেশ সাধারণ ঘটনা। কার্গো বা মালবাহী জাহাজে চেপে সাগর পাড়ি দিয়ে এখানে চলে আসে এগুলো।
যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের ক্রেমলিংটনে সস্ত্রীক বাস করা ব্লেইক বিবিসি রেডিওকে বলেন, ‘আমার স্ত্রী ভেবেছিল যে আমার নতুন স্যান্ডেলের কারণে এটা হতে পারে। জুতার ঘঁষায় আমার বুড়ো আঙুল এমন লাল হয়ে গিয়েছে।’
চিকিৎসক আঙুলের একটু অংশ কেটে ডিমগুলোর বের করে আনার ব্যবস্থা করেন। ছুটি কাটিয়ে ব্লেইক নিজের শহরের হাসপাতালে গেলে চিকিৎসক অ্যান্টিবায়োটিকস দেন। চার সপ্তাহ পর আঙুলে অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পান তিনি।
ব্লেইক জানান, আবারও চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁরা আবিষ্কার করেন একটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছিল। খুদে ওই মাকড়সাটাই তাঁর চামড়ার নিচে আটকে থেকে সমস্যা তৈরি করছিল।
ব্লেইক জানান, চিকিৎসকেরা মনে করেন মাকড়সার বাচ্চাটি পায়ের আঙুলের ভেতরের অংশটা খেতে খেতে বেরিয়ে আসার পথ তৈরি করছিল।
অবশ্য বিবিসি জানিয়েছে একজন বিশেষজ্ঞ ব্লেইকের এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। ইউনিভির্সিটি অব নটিংহামের ড. সারা গুডাকরে বিবিসিকে জানান, ব্লেইকের দাবি সত্যি হওয়ার সম্ভাবনা দেখেন না তিনি। এ ধরনের মাকড়সার চামড়া ছিদ্র করার ক্ষমতাও নেই বলে মনে করেন তিনি।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে