অনলাইন ডেস্ক
পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’
পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে