অনলাইন ডেস্ক
পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’
পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪