অনলাইন ডেস্ক
খামার থেকে বেরিয়ে পড়েছিল একটি ভেড়া। দলছুট এই ভেড়া রওনা দিয়েছিল ব্যস্ত এক মহাসড়কের দিকে। সেখানে উঠে পড়লে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো তাতে সন্দেহ নেই। তবে বিপদ ঘটার আগেই উদ্ধার করা সম্ভব হয় ভেড়াটিকে। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা একটি পোষা ছাগলের।
ঘটনাটি আয়ারল্যান্ডের। হারিয়ে যাওয়া প্রাণীদের উদ্ধারে সাহায্য করে দাতব্য সংস্থা মাই লাভলি হর্স রেসকিউ। তারা জানায়, একটি ভেড়া এন৪ মহাসড়কের দিকে ছুটছিল। এটি ব্যস্ত একটি সড়ক। কাজেই দ্রুত প্রাণীটিকে উদ্ধারে একটি দল প্রস্তুত করা হয়। এতে সাধারণ উদ্ধারকর্মীর পাশাপাশি রাখা হয় লিলি নামের একটি ছাগলকে। এ ধরনের অভিযানে পূর্ব অভিজ্ঞতা আছে লিলির। আর শেষ পর্যন্ত লিলির সহায়তায় উদ্ধার করা হয় ভেড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘শেষ পর্যন্ত প্রাণীটিকে আমরা খুঁজে পাই। তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। তারপর পৌঁছে দিই তার খামারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সংস্থাটি।
তবে ভেড়াটার গায়ে শনাক্তকারী কোনো ট্যাগ ছিল না। আর একটি সংক্রমণে চিকিৎসা চলছিল তার।
‘এখন সে নিরাপদ। তার ভেড়া বন্ধুদের সঙ্গে দিব্বি আছে। তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। ফিলিপ নাম দিয়েছিলাম আমরা ভেড়াটির।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়।
খামার থেকে বেরিয়ে পড়েছিল একটি ভেড়া। দলছুট এই ভেড়া রওনা দিয়েছিল ব্যস্ত এক মহাসড়কের দিকে। সেখানে উঠে পড়লে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো তাতে সন্দেহ নেই। তবে বিপদ ঘটার আগেই উদ্ধার করা সম্ভব হয় ভেড়াটিকে। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা একটি পোষা ছাগলের।
ঘটনাটি আয়ারল্যান্ডের। হারিয়ে যাওয়া প্রাণীদের উদ্ধারে সাহায্য করে দাতব্য সংস্থা মাই লাভলি হর্স রেসকিউ। তারা জানায়, একটি ভেড়া এন৪ মহাসড়কের দিকে ছুটছিল। এটি ব্যস্ত একটি সড়ক। কাজেই দ্রুত প্রাণীটিকে উদ্ধারে একটি দল প্রস্তুত করা হয়। এতে সাধারণ উদ্ধারকর্মীর পাশাপাশি রাখা হয় লিলি নামের একটি ছাগলকে। এ ধরনের অভিযানে পূর্ব অভিজ্ঞতা আছে লিলির। আর শেষ পর্যন্ত লিলির সহায়তায় উদ্ধার করা হয় ভেড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘শেষ পর্যন্ত প্রাণীটিকে আমরা খুঁজে পাই। তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। তারপর পৌঁছে দিই তার খামারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সংস্থাটি।
তবে ভেড়াটার গায়ে শনাক্তকারী কোনো ট্যাগ ছিল না। আর একটি সংক্রমণে চিকিৎসা চলছিল তার।
‘এখন সে নিরাপদ। তার ভেড়া বন্ধুদের সঙ্গে দিব্বি আছে। তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। ফিলিপ নাম দিয়েছিলাম আমরা ভেড়াটির।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে