অনলাইন ডেস্ক
খামার থেকে বেরিয়ে পড়েছিল একটি ভেড়া। দলছুট এই ভেড়া রওনা দিয়েছিল ব্যস্ত এক মহাসড়কের দিকে। সেখানে উঠে পড়লে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো তাতে সন্দেহ নেই। তবে বিপদ ঘটার আগেই উদ্ধার করা সম্ভব হয় ভেড়াটিকে। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা একটি পোষা ছাগলের।
ঘটনাটি আয়ারল্যান্ডের। হারিয়ে যাওয়া প্রাণীদের উদ্ধারে সাহায্য করে দাতব্য সংস্থা মাই লাভলি হর্স রেসকিউ। তারা জানায়, একটি ভেড়া এন৪ মহাসড়কের দিকে ছুটছিল। এটি ব্যস্ত একটি সড়ক। কাজেই দ্রুত প্রাণীটিকে উদ্ধারে একটি দল প্রস্তুত করা হয়। এতে সাধারণ উদ্ধারকর্মীর পাশাপাশি রাখা হয় লিলি নামের একটি ছাগলকে। এ ধরনের অভিযানে পূর্ব অভিজ্ঞতা আছে লিলির। আর শেষ পর্যন্ত লিলির সহায়তায় উদ্ধার করা হয় ভেড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘শেষ পর্যন্ত প্রাণীটিকে আমরা খুঁজে পাই। তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। তারপর পৌঁছে দিই তার খামারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সংস্থাটি।
তবে ভেড়াটার গায়ে শনাক্তকারী কোনো ট্যাগ ছিল না। আর একটি সংক্রমণে চিকিৎসা চলছিল তার।
‘এখন সে নিরাপদ। তার ভেড়া বন্ধুদের সঙ্গে দিব্বি আছে। তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। ফিলিপ নাম দিয়েছিলাম আমরা ভেড়াটির।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়।
খামার থেকে বেরিয়ে পড়েছিল একটি ভেড়া। দলছুট এই ভেড়া রওনা দিয়েছিল ব্যস্ত এক মহাসড়কের দিকে। সেখানে উঠে পড়লে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো তাতে সন্দেহ নেই। তবে বিপদ ঘটার আগেই উদ্ধার করা সম্ভব হয় ভেড়াটিকে। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা একটি পোষা ছাগলের।
ঘটনাটি আয়ারল্যান্ডের। হারিয়ে যাওয়া প্রাণীদের উদ্ধারে সাহায্য করে দাতব্য সংস্থা মাই লাভলি হর্স রেসকিউ। তারা জানায়, একটি ভেড়া এন৪ মহাসড়কের দিকে ছুটছিল। এটি ব্যস্ত একটি সড়ক। কাজেই দ্রুত প্রাণীটিকে উদ্ধারে একটি দল প্রস্তুত করা হয়। এতে সাধারণ উদ্ধারকর্মীর পাশাপাশি রাখা হয় লিলি নামের একটি ছাগলকে। এ ধরনের অভিযানে পূর্ব অভিজ্ঞতা আছে লিলির। আর শেষ পর্যন্ত লিলির সহায়তায় উদ্ধার করা হয় ভেড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘শেষ পর্যন্ত প্রাণীটিকে আমরা খুঁজে পাই। তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। তারপর পৌঁছে দিই তার খামারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সংস্থাটি।
তবে ভেড়াটার গায়ে শনাক্তকারী কোনো ট্যাগ ছিল না। আর একটি সংক্রমণে চিকিৎসা চলছিল তার।
‘এখন সে নিরাপদ। তার ভেড়া বন্ধুদের সঙ্গে দিব্বি আছে। তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। ফিলিপ নাম দিয়েছিলাম আমরা ভেড়াটির।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৯ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১৪ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
১ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে