দলছুট ভেড়াকে উদ্ধারে সাহায্য করল ছাগল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ১৫: ১৯
আপডেট : ১০ মে ২০২৪, ১৫: ২৫

খামার থেকে বেরিয়ে পড়েছিল একটি ভেড়া। দলছুট এই ভেড়া রওনা দিয়েছিল ব্যস্ত এক মহাসড়কের দিকে। সেখানে উঠে পড়লে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতো তাতে সন্দেহ নেই। তবে বিপদ ঘটার আগেই উদ্ধার করা সম্ভব হয় ভেড়াটিকে। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা একটি পোষা ছাগলের।

ঘটনাটি আয়ারল্যান্ডের। হারিয়ে যাওয়া প্রাণীদের উদ্ধারে সাহায্য করে দাতব্য সংস্থা মাই লাভলি হর্স রেসকিউ। তারা জানায়, একটি ভেড়া এন৪ মহাসড়কের দিকে ছুটছিল। এটি ব্যস্ত একটি সড়ক। কাজেই দ্রুত প্রাণীটিকে উদ্ধারে একটি দল প্রস্তুত করা হয়। এতে সাধারণ উদ্ধারকর্মীর পাশাপাশি রাখা হয় লিলি নামের একটি ছাগলকে। এ ধরনের অভিযানে পূর্ব অভিজ্ঞতা আছে লিলির। আর শেষ পর্যন্ত লিলির সহায়তায় উদ্ধার করা হয় ভেড়াটিকে।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। 

‘শেষ পর্যন্ত প্রাণীটিকে আমরা খুঁজে পাই। তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসি। তারপর পৌঁছে দিই তার খামারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সংস্থাটি।

তবে ভেড়াটার গায়ে শনাক্তকারী কোনো ট্যাগ ছিল না। আর একটি সংক্রমণে চিকিৎসা চলছিল তার।

‘এখন সে নিরাপদ। তার ভেড়া বন্ধুদের সঙ্গে দিব্বি আছে। তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই। ফিলিপ নাম দিয়েছিলাম আমরা ভেড়াটির।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত