অনলাইন ডেস্ক
নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
১ দিন আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
২ দিন আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৬ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
১০ দিন আগে