অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।
ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’
সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’
ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’
এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।
স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।
ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’
সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’
ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’
এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।
স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে