অনলাইন ডেস্ক
নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি।
এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে।
ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।
নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি।
এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে।
ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে