অনলাইন ডেস্ক
নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি।
এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে।
ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।
নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি।
এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে।
ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
৫ ঘণ্টা আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
১৬ ঘণ্টা আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৫ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৯ দিন আগে