Ajker Patrika

পুকুরে মিলল ইলিশ মাছ, সবার চক্ষু চড়কগাছ!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৭: ৪১
পুকুরে মিলল ইলিশ মাছ, সবার চক্ষু চড়কগাছ!

খুলনার পাইকগাছায় একটি সরকারি পুকুরে ধরা পড়েছে দুটি ইলিশ। সেই মাছ দেখে প্রত্যক্ষদর্শীদের চোখ চড়কগাছ। তবে মৎস্য কর্মকর্তা বলছেন, নোনাপানির অঞ্চল হওয়ায় কোনোভাবে মাছ দুটি পুকুরে এসে খাপ নিয়ে থাকতে পারে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে অন্যান্য মাছের সঙ্গে মাছ দুটি ধরা পড়ে। এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, ‘পুকুরে ইলিশ দেখে প্রথমে আমরা সবাই অবাক হয়েছি। পরে ওগুলোকে জীবিত দেখে খুব ভালো লেগেছে। ইলিশ দুটির ওজন প্রায় ৭০০ গ্রাম হয়েছে।’

উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. আব্দুল বারী বলেন, ‘উপজেলার সোলাদানা বাজারের দক্ষিণ পাশে সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। অফিস এলাকার মধ্যেই দেড় বিঘার মতো একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ইউএনও স্যারের উপস্থিতিতে মাছ ধরা হচ্ছিল। জাল দিয়ে মাছ ধরার সময় জালে অন্যান্য মাছের সঙ্গে দুইটা ইলিশ ধরা পড়ে।’ 
 
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘যে পুকুরে ইলিশ পাওয়া গেছে, তার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী শিবসা নদী। এ ছাড়া আশপাশে সবখানে লবণপানির চিংড়িঘের রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এর যেকোনো উৎস থেকে ইলিশের পোনা পুকুরে ঢুকে পড়তে পারে। পরে পুকুরের পরিবেশের সঙ্গে স্বাভাবিক হয়ে যাওয়ায় পুকুরের মধ্যেই ইলিশ দুটি বড় হয়েছে বলে ধারণা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত