অনলাইন ডেস্ক
এক বছরেরও কম সময়ের মধ্যে একই কুপন নম্বরে তৃতীয়বারের মতো লটারি জিতেছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। বিষয়টি কাকতালীয় হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১৩ এপ্রিল) তিনি লটারিতে ৫০ হাজার ডলার জেতেন। তাঁর হাতে তুলে দেওয়া পুরস্কারে লেখা ছিল, ‘বিগ উইনার’। এই নামেই তাঁকে সবাই চেনে। একই কুপন নম্বর দিয়ে এর আগে তিনি আরও দুবার লটারি জিতেছেন। ২০২২ সালের ১৮ মে পৃথক দুটি লটারিতে তিনি মোট ১ লাখ ডলার জিতেন। তাঁর সেই সৌভাগ্যের কুপন নম্বরটি হলো—৪৮৫৪৮।
লটারি জেতা এই ব্যক্তি ম্যারিল্যান্ডের আয়োজকদের জানান, গত বছরও একই কুপন নম্বরের টিকিট কিনেছিলেন, এ বছরও সেটিতেই লটারি লেগে গেল। তিনি ভবিষ্যতে আরও লটারিতে অংশ নেবেন বলেও জানান।
ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিল, এবারও এই নম্বর দিয়েই লটারিতে অংশ নাও। পরে এই কুপন নম্বরেই আমরা অংশ নিই এবং জিতি।’
সর্বশেষে ওই সৌভাগ্যের নম্বরটি সংবলিত টিকিট কেনার পর অনেক প্রতিযোগীই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লটারি জেতা এই ব্যক্তি পেশায় ট্রাক চালক। লটারির টাকায় তিনি ও তাঁর স্ত্রী অবকাশ যাপনে যাবেন বলে জানিয়েছেন।
এক বছরেরও কম সময়ের মধ্যে একই কুপন নম্বরে তৃতীয়বারের মতো লটারি জিতেছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। বিষয়টি কাকতালীয় হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১৩ এপ্রিল) তিনি লটারিতে ৫০ হাজার ডলার জেতেন। তাঁর হাতে তুলে দেওয়া পুরস্কারে লেখা ছিল, ‘বিগ উইনার’। এই নামেই তাঁকে সবাই চেনে। একই কুপন নম্বর দিয়ে এর আগে তিনি আরও দুবার লটারি জিতেছেন। ২০২২ সালের ১৮ মে পৃথক দুটি লটারিতে তিনি মোট ১ লাখ ডলার জিতেন। তাঁর সেই সৌভাগ্যের কুপন নম্বরটি হলো—৪৮৫৪৮।
লটারি জেতা এই ব্যক্তি ম্যারিল্যান্ডের আয়োজকদের জানান, গত বছরও একই কুপন নম্বরের টিকিট কিনেছিলেন, এ বছরও সেটিতেই লটারি লেগে গেল। তিনি ভবিষ্যতে আরও লটারিতে অংশ নেবেন বলেও জানান।
ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী আমাকে বলেছিল, এবারও এই নম্বর দিয়েই লটারিতে অংশ নাও। পরে এই কুপন নম্বরেই আমরা অংশ নিই এবং জিতি।’
সর্বশেষে ওই সৌভাগ্যের নম্বরটি সংবলিত টিকিট কেনার পর অনেক প্রতিযোগীই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বলে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লটারি জেতা এই ব্যক্তি পেশায় ট্রাক চালক। লটারির টাকায় তিনি ও তাঁর স্ত্রী অবকাশ যাপনে যাবেন বলে জানিয়েছেন।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে