অনলাইন ডেস্ক
কথায় বলে, ‘জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই কোরো না’। কিন্তু এসব কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোমরপানিতে নেমে দিব্যি কুমিরকে নিয়ে নেচে বেড়াচ্ছেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
ল্যান্স নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে নেমে কুমিরকে জড়িয়ে ধরে মনের সুখে নাচছেন এক ব্যক্তি। ভিডিওর ক্যাপশনে লেখা—‘ফ্লোরিডা ম্যান স্ট্রাইকস অ্যাগেইন’। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের বাসিন্দাদের অদ্ভুত সব কাণ্ডকারখানার বাতিক থেকেই ‘ফ্লোরিডা ম্যান’ ধারণার উৎপত্তি।
এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার পর এ পর্যন্ত ১৫ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি। এ পর্যন্ত সাড়ে ৪ লাখেরও বেশি লাইক এবং ৭৮ হাজারেরও বেশি শেয়ার পেয়ে ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জীবনের অনেক কিছুরই নিশ্চয়তা নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে দিয়ে এমন কাজ কখনো হবে না’।
অন্য এক ব্যবহারকারী তাঁর হাস্যরসাত্মক মন্তব্যে বলেন, ‘শিগগিরই তারা কুমিরদেরও বিয়ে করা শুরু করবে’।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এমন বিপজ্জনক ও হাস্যকর ঘটনাগুলো বেশ সাড়া ফেলতে দেখা যায়। এর আগে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও ভাইরালের ঘটনা ঘটে, যেখানে দেখা যায়, এক নারী কয়েকটি সিংহের সঙ্গে খেলা করছেন।
কথায় বলে, ‘জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই কোরো না’। কিন্তু এসব কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোমরপানিতে নেমে দিব্যি কুমিরকে নিয়ে নেচে বেড়াচ্ছেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
ল্যান্স নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে নেমে কুমিরকে জড়িয়ে ধরে মনের সুখে নাচছেন এক ব্যক্তি। ভিডিওর ক্যাপশনে লেখা—‘ফ্লোরিডা ম্যান স্ট্রাইকস অ্যাগেইন’। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের বাসিন্দাদের অদ্ভুত সব কাণ্ডকারখানার বাতিক থেকেই ‘ফ্লোরিডা ম্যান’ ধারণার উৎপত্তি।
এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার পর এ পর্যন্ত ১৫ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি। এ পর্যন্ত সাড়ে ৪ লাখেরও বেশি লাইক এবং ৭৮ হাজারেরও বেশি শেয়ার পেয়ে ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জীবনের অনেক কিছুরই নিশ্চয়তা নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে দিয়ে এমন কাজ কখনো হবে না’।
অন্য এক ব্যবহারকারী তাঁর হাস্যরসাত্মক মন্তব্যে বলেন, ‘শিগগিরই তারা কুমিরদেরও বিয়ে করা শুরু করবে’।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এমন বিপজ্জনক ও হাস্যকর ঘটনাগুলো বেশ সাড়া ফেলতে দেখা যায়। এর আগে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও ভাইরালের ঘটনা ঘটে, যেখানে দেখা যায়, এক নারী কয়েকটি সিংহের সঙ্গে খেলা করছেন।
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১০ ঘণ্টা আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
২ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৩ দিন আগেমাহমুদের ভাষার প্রতি আগ্রহ শুরু হয় শৈশবেই। তাঁর বাবার শিলবি মোঝিপ্রিয়ানও ১৬টি ভাষায় পারদর্শী। কগনিটিভ সাইকোলজিতে পিএইচডিসহ বেশ কয়েকটি ডিগ্রি রয়েছে তাঁর। শিলবি কর্মসূত্রে ইসরায়েল, স্পেনসহ বিভিন্ন দেশে ভাষাগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
৮ দিন আগে