অনলাইন ডেস্ক
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটি যারা দেখেছেন, তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
কাণ্ডটি ঘটে অরল্যান্ডো এক্সিকিউটিভ এয়ারপোর্টে। এক যাত্রী বিমানবন্দরের টারমাকে উড়োজাহাজের মাঝখানে মনের আনন্দে ঘুরে বেড়ানো অ্যালিগেটরটির ভিডিও ধারণ করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন।
টিকটকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, অরল্যান্ডো এক্সিকিউটিভ এয়ারপোর্টের টারমাকে ঘুরে বেড়াচ্ছে অ্যালিগেটরটি। একপর্যায়ে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে ঘাসে ঢাকা একটি জায়গার দিকে হাঁটা শুরু করে প্রাণীটি। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায়, প্রাণীটি দৈর্ঘ্যে ১০ ফুটের মতো হবে। ভিডিও দেখে এ ধরনেরই মনে হয়েছে এর আকার।
তবে ভিডিওর শেষ অংশে বিমানবন্দরের এক কর্মচারীকে শব্দ করে প্রাণীটিকে উড়োজাহাজগুলো থেকে দূরে তাড়িয়ে যেতে দেখা যায়।
উড়োজাহাজ ভ্রমণ অনেক মানুষেরই পছন্দ। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, কোনো কুমির কিংবা তার জাত ভাই অ্যালিগেটরদের এ ধরনের শখ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমানবন্দরে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো অ্যালিগেটরটি যারা দেখেছেন, তাঁদের এই সন্দেহ মাথায় আসাটা খুব অস্বাভাবিক কিছু ছিল না।
কাণ্ডটি ঘটে অরল্যান্ডো এক্সিকিউটিভ এয়ারপোর্টে। এক যাত্রী বিমানবন্দরের টারমাকে উড়োজাহাজের মাঝখানে মনের আনন্দে ঘুরে বেড়ানো অ্যালিগেটরটির ভিডিও ধারণ করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন।
টিকটকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, অরল্যান্ডো এক্সিকিউটিভ এয়ারপোর্টের টারমাকে ঘুরে বেড়াচ্ছে অ্যালিগেটরটি। একপর্যায়ে উড়োজাহাজগুলোর মাঝখান দিয়ে ঘাসে ঢাকা একটি জায়গার দিকে হাঁটা শুরু করে প্রাণীটি। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায়, প্রাণীটি দৈর্ঘ্যে ১০ ফুটের মতো হবে। ভিডিও দেখে এ ধরনেরই মনে হয়েছে এর আকার।
তবে ভিডিওর শেষ অংশে বিমানবন্দরের এক কর্মচারীকে শব্দ করে প্রাণীটিকে উড়োজাহাজগুলো থেকে দূরে তাড়িয়ে যেতে দেখা যায়।
মার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
২ দিন আগে২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা এক লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। শিল্পকর্মটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে সেটি নিয়েও শুরু হয় তর্ক-বিতর্ক।
৩ দিন আগেপৃথিবীতে এমন কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যেগুলো দেখলে ওই সময় মানব নির্মিত কোনো স্থাপনা বলে বিশ্বাস করা কঠিন! কারণ, এসব স্থাপনার নির্মাণশৈলী একই সঙ্গে জটিল ও বিশাল।
৮ দিন আগেপ্যারা গ্লাইডাররা আকাশ থেকে মিসরের গিজা’র প্রাচীন পিরামিডগুলো দেখে আনন্দ পান। সেখানে কুকুর ঘুরে বেড়ানোটি যে মোটেই স্বাভাবিক বিষয় নয় এটা তাঁদের থেকে আর কে ভালো বুঝবে! যুক্তরাষ্ট্রের প্যারা গ্লাইডার মার্শাল মশার ও তাঁর সঙ্গী প্যারা গ্লাইডাররা গত সপ্তাহে এক সূর্যাস্তের সময় পিরামিডগুলোর ওপর দিয়ে ওড়ার সম
৯ দিন আগে