অনলাইন ডেস্ক
এক দিনে ১০১ জন পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটিয়েছেন ওনলি ফ্যানস সেলিব্রেটি লিলি ফিলিপস। এই কাণ্ডের পর তিনি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এক দিনে ১ হাজার পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তী বিশ্ব রেকর্ড গড়বেন বলে ঘোষণা দিয়েছেন।
মার্কিন ম্যাগাজিন রোলিং স্টোন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে লিলি বলেছেন, ‘এক দিনে ১,০০০ পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটানো প্রথম ব্যক্তি হতে চাই।’ তিনি জানান, এই চ্যালেঞ্জ পূরণে তিনি বেশ উচ্ছ্বসিত। গত ১৫ ডিসেম্বর তিনি ৩০০ জনের সঙ্গে থাকার পরিকল্পনা করছেন, যা তার জন্য একটি বড় প্রস্তুতি। তিনি এটিকে ম্যারাথনের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘এটি ম্যারাথনের মতো! আগের রাতে পাস্তা খেয়ে শক্তি সঞ্চয় করেছি।’
২০০১ সালে ইংল্যান্ডের ডার্বিশায়ারে জন্মগ্রহণকারী লিলি ধনী পরিবারে বেড়ে ওঠেন। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ওনলি ফ্যানসে কাজ শুরু করেন। এরপর প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে কাজ করে তিনি ২৫ লাখ ডলারের বেশি উপার্জন করেছেন।
Lily Philips reflects on her sadness after sleeping with 100 guys in 1 day.
— Lois McLatchie Miller (@LoisMcLatch) December 11, 2024
1) she’s responsible for her own behaviour in this sick stunt
2) It’s also clear OF have turned women into plastic dolls - and the “models” themselves have bought this heartbreaking lie
BAN OF NOW 💔 pic.twitter.com/wDA6hpvNJZ
লিলির এই পরিকল্পনা নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনার শরীর ও মনের ভালোর জন্য এটি দয়া করে করবেন না।’ অনেকে এই ধরনের কর্মকাণ্ডের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে লিলির পাশে রয়েছে তাঁর পরিবার। লিলি জানান, পরিবার তাঁর কাজ সমর্থন করে। মা তাঁর অর্থনৈতিক বিষয়গুলো পরিচালনা করেন। যদিও তাঁর ভাই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
সম্প্রতি ইউটিউবার জশ পিটার্স তাঁকে নিয়ে ৪৭ মিনিটের দীর্ঘ একটি ডকুমেন্টারি করেছেন। ওই ডকুমেন্টারিতে লিলি বলেছেন, এক দিনে ১০১ জনের সঙ্গে থাকা কঠিন অভিজ্ঞতা ছিল। এটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় বলেও জানিয়েছেন তিনি।
লিলির কাজ এবং পরিকল্পনা অনলাইনে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন, কন্টেন্ট ক্রিয়েটররা ক্লিক পাওয়ার জন্য অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছেন।
এক দিনে ১০১ জন পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটিয়েছেন ওনলি ফ্যানস সেলিব্রেটি লিলি ফিলিপস। এই কাণ্ডের পর তিনি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে এক দিনে ১ হাজার পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তী বিশ্ব রেকর্ড গড়বেন বলে ঘোষণা দিয়েছেন।
মার্কিন ম্যাগাজিন রোলিং স্টোন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে লিলি বলেছেন, ‘এক দিনে ১,০০০ পুরুষের সঙ্গে বিছানায় সময় কাটানো প্রথম ব্যক্তি হতে চাই।’ তিনি জানান, এই চ্যালেঞ্জ পূরণে তিনি বেশ উচ্ছ্বসিত। গত ১৫ ডিসেম্বর তিনি ৩০০ জনের সঙ্গে থাকার পরিকল্পনা করছেন, যা তার জন্য একটি বড় প্রস্তুতি। তিনি এটিকে ম্যারাথনের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘এটি ম্যারাথনের মতো! আগের রাতে পাস্তা খেয়ে শক্তি সঞ্চয় করেছি।’
২০০১ সালে ইংল্যান্ডের ডার্বিশায়ারে জন্মগ্রহণকারী লিলি ধনী পরিবারে বেড়ে ওঠেন। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ওনলি ফ্যানসে কাজ শুরু করেন। এরপর প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে কাজ করে তিনি ২৫ লাখ ডলারের বেশি উপার্জন করেছেন।
Lily Philips reflects on her sadness after sleeping with 100 guys in 1 day.
— Lois McLatchie Miller (@LoisMcLatch) December 11, 2024
1) she’s responsible for her own behaviour in this sick stunt
2) It’s also clear OF have turned women into plastic dolls - and the “models” themselves have bought this heartbreaking lie
BAN OF NOW 💔 pic.twitter.com/wDA6hpvNJZ
লিলির এই পরিকল্পনা নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনার শরীর ও মনের ভালোর জন্য এটি দয়া করে করবেন না।’ অনেকে এই ধরনের কর্মকাণ্ডের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে লিলির পাশে রয়েছে তাঁর পরিবার। লিলি জানান, পরিবার তাঁর কাজ সমর্থন করে। মা তাঁর অর্থনৈতিক বিষয়গুলো পরিচালনা করেন। যদিও তাঁর ভাই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
সম্প্রতি ইউটিউবার জশ পিটার্স তাঁকে নিয়ে ৪৭ মিনিটের দীর্ঘ একটি ডকুমেন্টারি করেছেন। ওই ডকুমেন্টারিতে লিলি বলেছেন, এক দিনে ১০১ জনের সঙ্গে থাকা কঠিন অভিজ্ঞতা ছিল। এটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় বলেও জানিয়েছেন তিনি।
লিলির কাজ এবং পরিকল্পনা অনলাইনে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন, কন্টেন্ট ক্রিয়েটররা ক্লিক পাওয়ার জন্য অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছেন।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪