Ajker Patrika

অর্ধেক গাড়ি নিয়ে রাস্তায় নামবেন যেভাবে

সাহস মোস্তাফিজ
অর্ধেক গাড়ি নিয়ে রাস্তায় নামবেন যেভাবে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কতভাবেই তো চেষ্টা করে যাচ্ছে! লকডাউন, কঠোর লকডাউন, আরও কঠোর লকডাউন, সত্যিকারের কঠোর লকডাউনের পর ১১ আগস্ট থেকে আবারও শিথিল হচ্ছে বিধিনিষেধ।

অবশ্য আগের মতো অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চলবে না এবার। এবার গাড়িই অর্ধেক হয়ে যাবে। না, একটু ভুল বললাম। মোট সংখ্যার অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

তবে কে বলতে পারে, করোনাভাইরাসের ধরন বদলানোর সঙ্গে তাল মিলিয়ে কখনো যদি অর্ধেক গাড়ি নিয়ে বের হওয়ার নির্দেশ এসেই পড়ে, তখন কী করবেন? চলুন প্রস্তুতিটা আগেভাগে সেরে ফেলি।

গাড়ি অর্ধেক করার প্রক্রিয়াটি বেশ জটিল। শুরুতেই আপনার গাড়িটি এমন একটি ওয়ার্কশপে নিয়ে যান, যেখানে গিয়ে এই লেখাটি দেখালে ইঞ্জিনিয়ার সাহেব সহজেই বুঝে যাবেন, কী করে আপনার গাড়িটিকে অর্ধেক বানিয়ে ফেলতে হবে। আর আপনিও পেয়ে যাবেন একটির জায়গায় দুটি গাড়ি। অনেকটা ৩০০ টাকার লাইট ১০০ টাকায়।

সাবধান; অর্ধেক গাড়ি চালানো কিন্তু ধৈর্যের ব্যাপার! সাবধান; অর্ধেক গাড়ি চালানো কিন্তু ধৈর্যের ব্যাপার! ওয়ার্কশপ থেকে সোজা ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে যান। আগেই চালানো শুরু করবেন না যেন। এর জন্য প্রস্তুতি প্রয়োজন। প্রস্তুতির কথায় আসছি।

শুরুতেই আশপাশের কোনো মাঠে চলে যানশুরুতেই আশপাশের কোনো মাঠে চলে যান। যেন প্র্যাকটিস সেশনে ব্যথা পেলেও মূল খেলায় অংশ নিতে পারেন। আজকাল মাঠে যেহেতু খেলা নেই, গাড়ি চালানো শিখতে অসুবিধা হওয়ার কথা নয়।

মাঠ না পেলে বাসার গলিতেও চেষ্টা করে দেখতে পারেনমাঠ না পেলে বাসার গলিতেও চেষ্টা করে দেখতে পারেন। তবে ভুলেও পরিপূর্ণ আত্মবিশ্বাস না নিয়ে রাস্তায় নামবেন না।

নতুন ধরনের গাড়িটি চালানো শিখে গেছেন বলে মনে হলে কাছের কিছু বন্ধুকে ডাকুননতুন ধরনের গাড়িটি চালানো শিখে গেছেন বলে মনে হলে কাছের কিছু বন্ধুকে ডাকুন। তাঁদের পরামর্শ নিন। তবে তাঁরা হাসাহাসি করলে গা করবেন না যেন। এই পৃথিবীতে অনেক নতুন কাজ শুরুতে পাত্তাই পায়নি।

এই যে ভুল করলেন। রাস্তায় গাড়ির অর্ধেক অংশ নিয়ে নামবেনএই যে ভুল করলেন। রাস্তায় গাড়ির অর্ধেক অংশ নিয়ে নামবেন। আপনি তো নেমেছেন পুরো গাড়ি নিয়েই। দুটি অংশ নিয়েই যদি নেমে যান, তাহলে তো হবে না। একটা কাজ করতে পারেন, একবার সামনের অংশ, আরেকবার পেছনের অংশ নিয়ে রাস্তায় নামতে পারেন।

গাড়ি চালাতে চালাতে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন?গাড়ি চালাতে চালাতে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন? তাহলে কয়েকবার স্টান্ট করতেই পারেন। তবে নিজ দায়িত্বে করবেন কিন্তু।

এই যে, অতি আত্মবিশ্বাস তো ভালো নাএই যে, অতি আত্মবিশ্বাস তো ভালো না। দিলেন তো রাস্তার পিচগুলো নষ্ট করে। ধুর... 

অর্ধেক গাড়িতে দুর্ঘটনা অনিবার্যঅর্ধেক গাড়িতে দুর্ঘটনা অনিবার্য। এ অবস্থায় চলে যান রাজধানীর বঙ্গবাজার এলাকায়। আপনাকে দেখে ‘ঘোড়ায়ও হাইসা ফেললে’ ফেলুক। ভাববেন না। ঘোড়া নয় ঘোড়ার মালিককে খুঁজুন। রীতি মেনে চুক্তি করুন—গাড়ি নষ্ট হলেই যেন সে ছুটে আসে আপনাকে উদ্ধার করতে।

অর্ধেক গাড়িটির তালা-চাবি কাজ করছে না?অর্ধেক গাড়িটির তালা-চাবি কাজ করছে না? কোনো সমস্যা নেই। বাসায় এ রকম একটা গ্যারেজ তৈরি করে ফেলুন। পারবেন না?

প্রত্যাশা করুন—করোনাভাইরাসের বিদায়ের। তখন আপনিও মনের সুখে দোল খেতে পারবেনবিধিনিষেধ শেষ হয়ে গেলে আপনার গাড়িটি দোলনা বানিয়ে দোল খেতে পারবেন। প্রত্যাশা করুন—করোনাভাইরাসের বিদায়ের। তখন আপনিও মনের সুখে দোল খেতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত