অনলাইন ডেস্ক
অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!
জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’
শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।
রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’
একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’
যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।
অদ্ভুত কাণ্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সুগার নামে একটি ঘোড়া। যখন তার কাজ করতে ভালো লাগে না, তখনই ঘুমের ভান ধরে সে!
জিম রোজ নামে এক ব্যক্তি তাঁর টুইটার অ্যাকাউন্টে ওই ঘোড়ার শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এ হলো সুগার। ওর সঙ্গে পরিচিত হোন। সে রাইড করতে পছন্দ করে না। কাজের সময় শুয়ে পড়ে এবং ঘুমের ভান ধরে। ঘোড়সওয়ারেরা চলে না যাওয়া পর্যন্ত সুগার তার চোখ বন্ধ রাখে!’
শেয়ার করার পর থেকে, পোস্টটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এটি প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। আর রিটুইট হয়েছে ৫৪ হাজারেরও বেশি। নেটিজেনরা স্পষ্টতই সুগারের মধ্যে তাদের ‘প্রাণী আত্মা’ খুঁজে পেয়েছেন।
রিটুইটে একজন লিখেছেন, ‘সুগার, আমার প্রাণীরূপ।’ অন্য একজন বলেছেন, ‘সত্যি বলতে, আমি ঘোড়া হলে এমন হতাম।’ কেউ লিখেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ আরেকজন রিটুইট করেছেন, ‘ভালো ঘোড়া। আমি চাই ও আমার অফিসে কাজ করুক। আমিও রাইড করতে পছন্দ করি না।’
একজন আবার উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সুগার মারা গেছে। আমি চাই সে উঠুক। ঘোড়ার জন্য শুয়ে থাকা খারাপ। আমি কখনো একটি ঘোড়াকে শুয়ে থাকতে দেখিনি। ভাবতাম, তারা আক্ষরিক অর্থে মারা না গেলে এমন শুয়ে থাকে না।’
যা হোক, রিটুইটে ঘোড়ার সম্পর্কে ভালো জানে এমন অনুসারীরা জানান, ঘোড়ারা আসলে ঘুমাতে শুয়ে থাকে। এ ছাড়া প্রাণী আচরণ বিশেষজ্ঞ ডা. সুসান হ্যাজেলকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ঘোড়া কেবল দাঁড়িয়েই ঘুমায় না। ঘোড়ারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তাদের মধ্যে শুয়ে ঘুমানোর প্রবণতা দেখা যায়।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২১ ঘণ্টা আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে