অনলাইন ডেস্ক
পাহারার জন্য হাঁস ব্যবহার করার কথা শুনেছেন কখনো? তাও যদি হয় সেটি একটি কারাগার। এই কাণ্ডটি করেছে ব্রাজিলের একটি কারাগার। তারা সম্প্রতি প্রহরী কুকুরের বদলে হাঁসের একটি পালকে নজরদারিতে কারারক্ষীদের সাহায্য করার কাজে লাগিয়েছে।
ব্রাজিলের এই কারাগারটির অবস্থান সান্তা ক্যান্টারিনা রাজ্যে। কারা কর্তৃপক্ষের দাবি হাঁসেরা অদ্ভুত বা অপরিচিত কোনো শব্দ যেমন কেউ পালানোর চেষ্টা করলে জোরে ডাকতে শুরু করে।
এই আধুনিক যুগে কারাগারগুলোতে অত্যাধুনিক শনাক্তকরণ ব্যবস্থা থাকে স্বাভাবিকভাবেই। এটি কর্তৃপক্ষকে টের পেতে না দিয়ে বন্দীদের পালানো খুব কঠিন করে তোলে। তবুও প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা দোষের কিছু নয়। অত্যাধুনিক যন্ত্র কোনো কারণে ব্যর্থ হলে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগে।
কারারক্ষীর পাশাপাশি এ ক্ষেত্রে গার্ড ডগ বা প্রহরী কুকুরের ব্যবহার বেশ স্বাভাবিক দৃশ্য। তবে কোনো কোনো কারাগার কিছুটা অস্বাভাবিক বিকল্পও ব্যবহার করে।
উদাহরণ হিসেবে ব্রাজিলের কিছু কারাগারে প্রহরী কুকুরের পরিবর্তে হাঁস ব্যবহার করা হয়। কারা কর্তৃপক্ষের দাবি এটা যে শুধু কার্যকরী তা নয়, এদের রক্ষণাবেক্ষণের খরচও কম। হাঁস খুব ভালো শ্রবণশক্তির অধিকারী এবং যখনই তারা অদ্ভুত শব্দ শনাক্ত করতে পারে তখনই বিকট আওয়াজ করে কারারক্ষীদের সতর্ক করবে।
আর সম্প্রতি হাঁসের প্রতি আস্থা রাখা কারাগারগুলোর তালিকায় যুক্ত হয়েছে সাও পেদ্রো ডি আলকানতারা নামের কারাগারটি। ২০ ডিসেম্বর থেকে এর ভেতরে ঘুরে বেড়াতে দেখা যায় হাঁসের একটি পালকে। কুকুরপ্রহরীদের জায়গা দখল করেছে তারা।
‘আমাদের ইলেকট্রনিক নজরদারি, ব্যক্তিগত নজরদারির পাশাপাশি হাঁসের মাধ্যমে নজরদারির ব্যবস্থা আছে, যারা কুকুরের জায়গা দখল করেছে।’ রয়টার্সকে বলেন কারাগারটির পরিচালক মার্কোস রবার্তো দি সুজা, ‘রাতের সময়টা খুব শান্ত। এমনকি দিনের বেলাতেও এটি একটি খুব নীরব জায়গা। এ ধরনের জায়গা হাঁসের নজরদারির জন্য আদর্শ।’
কারাগারের ভেতরের বেড়া এবং এর বাইরের প্রধান প্রাচীরের মধ্যের জায়গাটি টহল দেয় এই হাঁসপ্রহরীরা।
ব্রাজিলের কারাগারগুলোতে পালানোর চেষ্টা করা কয়েদিদের ওপর নজরদারির জন্য রাজহাঁসের ব্যবহার শুরু হয় অন্তত ১২ বছর আগে। ২০১১ সালে সাও পাওলোর সোবরাল কারাগার সন্দেহজনক গতিবিধির ব্যাপারে কারারক্ষীদের সতর্ক করার জন্য প্রথম হাঁসপ্রহরী ব্যবহার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোড়ন তোলে।
পাহারার জন্য হাঁস ব্যবহার করার কথা শুনেছেন কখনো? তাও যদি হয় সেটি একটি কারাগার। এই কাণ্ডটি করেছে ব্রাজিলের একটি কারাগার। তারা সম্প্রতি প্রহরী কুকুরের বদলে হাঁসের একটি পালকে নজরদারিতে কারারক্ষীদের সাহায্য করার কাজে লাগিয়েছে।
ব্রাজিলের এই কারাগারটির অবস্থান সান্তা ক্যান্টারিনা রাজ্যে। কারা কর্তৃপক্ষের দাবি হাঁসেরা অদ্ভুত বা অপরিচিত কোনো শব্দ যেমন কেউ পালানোর চেষ্টা করলে জোরে ডাকতে শুরু করে।
এই আধুনিক যুগে কারাগারগুলোতে অত্যাধুনিক শনাক্তকরণ ব্যবস্থা থাকে স্বাভাবিকভাবেই। এটি কর্তৃপক্ষকে টের পেতে না দিয়ে বন্দীদের পালানো খুব কঠিন করে তোলে। তবুও প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকা দোষের কিছু নয়। অত্যাধুনিক যন্ত্র কোনো কারণে ব্যর্থ হলে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগে।
কারারক্ষীর পাশাপাশি এ ক্ষেত্রে গার্ড ডগ বা প্রহরী কুকুরের ব্যবহার বেশ স্বাভাবিক দৃশ্য। তবে কোনো কোনো কারাগার কিছুটা অস্বাভাবিক বিকল্পও ব্যবহার করে।
উদাহরণ হিসেবে ব্রাজিলের কিছু কারাগারে প্রহরী কুকুরের পরিবর্তে হাঁস ব্যবহার করা হয়। কারা কর্তৃপক্ষের দাবি এটা যে শুধু কার্যকরী তা নয়, এদের রক্ষণাবেক্ষণের খরচও কম। হাঁস খুব ভালো শ্রবণশক্তির অধিকারী এবং যখনই তারা অদ্ভুত শব্দ শনাক্ত করতে পারে তখনই বিকট আওয়াজ করে কারারক্ষীদের সতর্ক করবে।
আর সম্প্রতি হাঁসের প্রতি আস্থা রাখা কারাগারগুলোর তালিকায় যুক্ত হয়েছে সাও পেদ্রো ডি আলকানতারা নামের কারাগারটি। ২০ ডিসেম্বর থেকে এর ভেতরে ঘুরে বেড়াতে দেখা যায় হাঁসের একটি পালকে। কুকুরপ্রহরীদের জায়গা দখল করেছে তারা।
‘আমাদের ইলেকট্রনিক নজরদারি, ব্যক্তিগত নজরদারির পাশাপাশি হাঁসের মাধ্যমে নজরদারির ব্যবস্থা আছে, যারা কুকুরের জায়গা দখল করেছে।’ রয়টার্সকে বলেন কারাগারটির পরিচালক মার্কোস রবার্তো দি সুজা, ‘রাতের সময়টা খুব শান্ত। এমনকি দিনের বেলাতেও এটি একটি খুব নীরব জায়গা। এ ধরনের জায়গা হাঁসের নজরদারির জন্য আদর্শ।’
কারাগারের ভেতরের বেড়া এবং এর বাইরের প্রধান প্রাচীরের মধ্যের জায়গাটি টহল দেয় এই হাঁসপ্রহরীরা।
ব্রাজিলের কারাগারগুলোতে পালানোর চেষ্টা করা কয়েদিদের ওপর নজরদারির জন্য রাজহাঁসের ব্যবহার শুরু হয় অন্তত ১২ বছর আগে। ২০১১ সালে সাও পাওলোর সোবরাল কারাগার সন্দেহজনক গতিবিধির ব্যাপারে কারারক্ষীদের সতর্ক করার জন্য প্রথম হাঁসপ্রহরী ব্যবহার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোড়ন তোলে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
২ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৯ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১১ দিন আগে