অনলাইন ডেস্ক
উড়োজাহাজে বসে একটি কাপে প্রস্রাব করাটা নিঃসন্দেহে খুব শোভনীয় ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজ যখন থেমে ছিল তখন এমন কাণ্ডই করেন এক যাত্রী। স্বাভাবিকভাবেই এর ফলাফল খুব একটা ভালো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
গত বছরের ডিসেম্বরের ওই ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ছেড়ে ছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে এটি পৌঁছে সিডনিতে। তারপর উড়োজাহাজে বসেই এ কাজ করেন যাত্রীটি। আর এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনার জন্য সিডনির এক আদালত ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ৬০০ অস্ট্রেলীয় ডলার বা ৪৩ হাজার ২৬৫ টাকা জরিমানা করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে গত শুক্রবার যখন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদন। এতে বলা হয়, একই সারিতে বসা এক যাত্রী ঘটনাটি উড়োজাহাজের ক্রুদের নজরে আনেন।
হলি নামের ওই নারী জানান তিনি এবং তাঁর মেয়ে আইল এবং মাঝখানের সিটে বসেছিলেন। আর এক ভদ্রলোক বসেছিলেন জানালার পাশের সিট। ওই ভদ্রলোকই কাপে প্রস্রাব করেন। অবশ্য ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়নি।
হলি বলেন, উড়োজাহাজটি প্রায় ২০ মিনিটের জন্য টারমাকে ছিল। একটি টার্মিনাল গেট বরাদ্দ পাওয়ার জন্য এ অপেক্ষা। এ সময় ওই যাত্রী একটি কাপে প্রস্রাব করার স্পষ্ট শব্দ শুনতে পান।
ওই নারী বলেন, নিশ্চিতভাবেই ওই লোকটি মাতাল ছিলেন এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের গায়ে প্রস্রাব ছিটান উড়োজাহাজ ত্যাগ করার সময়।
তবে উড়োজাহাজের ক্রুকে লক্ষ্য করে প্রস্রাব ছিটানোয় তাঁর মূল অপরাধ ছিল না। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা তাকে উড়োজাহাজ থেকে সরিয়ে নেয় কারণ, ‘সিটে বসা অবস্থায় কাপে প্রস্রাব করেন তিনি।’
এয়ার নিউজিল্যান্ড বলেছে যে তারা ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করে না। তবে জানিয়েছে, নেশাসহ বিভিন্ন অপ্রীতিকর আচরণের জন্য প্রতি মাসে পাঁচ থেকে ১০ জনকে নিষিদ্ধ করে তাঁরা।
১ অস্ট্রেলীয় ডলার=৭২.২৮ টাকা
উড়োজাহাজে বসে একটি কাপে প্রস্রাব করাটা নিঃসন্দেহে খুব শোভনীয় ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজ যখন থেমে ছিল তখন এমন কাণ্ডই করেন এক যাত্রী। স্বাভাবিকভাবেই এর ফলাফল খুব একটা ভালো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
গত বছরের ডিসেম্বরের ওই ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ছেড়ে ছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে এটি পৌঁছে সিডনিতে। তারপর উড়োজাহাজে বসেই এ কাজ করেন যাত্রীটি। আর এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনার জন্য সিডনির এক আদালত ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ৬০০ অস্ট্রেলীয় ডলার বা ৪৩ হাজার ২৬৫ টাকা জরিমানা করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে গত শুক্রবার যখন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদন। এতে বলা হয়, একই সারিতে বসা এক যাত্রী ঘটনাটি উড়োজাহাজের ক্রুদের নজরে আনেন।
হলি নামের ওই নারী জানান তিনি এবং তাঁর মেয়ে আইল এবং মাঝখানের সিটে বসেছিলেন। আর এক ভদ্রলোক বসেছিলেন জানালার পাশের সিট। ওই ভদ্রলোকই কাপে প্রস্রাব করেন। অবশ্য ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়নি।
হলি বলেন, উড়োজাহাজটি প্রায় ২০ মিনিটের জন্য টারমাকে ছিল। একটি টার্মিনাল গেট বরাদ্দ পাওয়ার জন্য এ অপেক্ষা। এ সময় ওই যাত্রী একটি কাপে প্রস্রাব করার স্পষ্ট শব্দ শুনতে পান।
ওই নারী বলেন, নিশ্চিতভাবেই ওই লোকটি মাতাল ছিলেন এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের গায়ে প্রস্রাব ছিটান উড়োজাহাজ ত্যাগ করার সময়।
তবে উড়োজাহাজের ক্রুকে লক্ষ্য করে প্রস্রাব ছিটানোয় তাঁর মূল অপরাধ ছিল না। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা তাকে উড়োজাহাজ থেকে সরিয়ে নেয় কারণ, ‘সিটে বসা অবস্থায় কাপে প্রস্রাব করেন তিনি।’
এয়ার নিউজিল্যান্ড বলেছে যে তারা ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করে না। তবে জানিয়েছে, নেশাসহ বিভিন্ন অপ্রীতিকর আচরণের জন্য প্রতি মাসে পাঁচ থেকে ১০ জনকে নিষিদ্ধ করে তাঁরা।
১ অস্ট্রেলীয় ডলার=৭২.২৮ টাকা
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে