অনলাইন ডেস্ক
উড়োজাহাজে বসে একটি কাপে প্রস্রাব করাটা নিঃসন্দেহে খুব শোভনীয় ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজ যখন থেমে ছিল তখন এমন কাণ্ডই করেন এক যাত্রী। স্বাভাবিকভাবেই এর ফলাফল খুব একটা ভালো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
গত বছরের ডিসেম্বরের ওই ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ছেড়ে ছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে এটি পৌঁছে সিডনিতে। তারপর উড়োজাহাজে বসেই এ কাজ করেন যাত্রীটি। আর এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনার জন্য সিডনির এক আদালত ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ৬০০ অস্ট্রেলীয় ডলার বা ৪৩ হাজার ২৬৫ টাকা জরিমানা করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে গত শুক্রবার যখন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদন। এতে বলা হয়, একই সারিতে বসা এক যাত্রী ঘটনাটি উড়োজাহাজের ক্রুদের নজরে আনেন।
হলি নামের ওই নারী জানান তিনি এবং তাঁর মেয়ে আইল এবং মাঝখানের সিটে বসেছিলেন। আর এক ভদ্রলোক বসেছিলেন জানালার পাশের সিট। ওই ভদ্রলোকই কাপে প্রস্রাব করেন। অবশ্য ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়নি।
হলি বলেন, উড়োজাহাজটি প্রায় ২০ মিনিটের জন্য টারমাকে ছিল। একটি টার্মিনাল গেট বরাদ্দ পাওয়ার জন্য এ অপেক্ষা। এ সময় ওই যাত্রী একটি কাপে প্রস্রাব করার স্পষ্ট শব্দ শুনতে পান।
ওই নারী বলেন, নিশ্চিতভাবেই ওই লোকটি মাতাল ছিলেন এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের গায়ে প্রস্রাব ছিটান উড়োজাহাজ ত্যাগ করার সময়।
তবে উড়োজাহাজের ক্রুকে লক্ষ্য করে প্রস্রাব ছিটানোয় তাঁর মূল অপরাধ ছিল না। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা তাকে উড়োজাহাজ থেকে সরিয়ে নেয় কারণ, ‘সিটে বসা অবস্থায় কাপে প্রস্রাব করেন তিনি।’
এয়ার নিউজিল্যান্ড বলেছে যে তারা ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করে না। তবে জানিয়েছে, নেশাসহ বিভিন্ন অপ্রীতিকর আচরণের জন্য প্রতি মাসে পাঁচ থেকে ১০ জনকে নিষিদ্ধ করে তাঁরা।
১ অস্ট্রেলীয় ডলার=৭২.২৮ টাকা
উড়োজাহাজে বসে একটি কাপে প্রস্রাব করাটা নিঃসন্দেহে খুব শোভনীয় ব্যাপার নয়। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজ যখন থেমে ছিল তখন এমন কাণ্ডই করেন এক যাত্রী। স্বাভাবিকভাবেই এর ফলাফল খুব একটা ভালো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
গত বছরের ডিসেম্বরের ওই ফ্লাইটটি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ছেড়ে ছিল। তিন ঘণ্টার যাত্রা শেষে এটি পৌঁছে সিডনিতে। তারপর উড়োজাহাজে বসেই এ কাজ করেন যাত্রীটি। আর এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনার জন্য সিডনির এক আদালত ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে ৬০০ অস্ট্রেলীয় ডলার বা ৪৩ হাজার ২৬৫ টাকা জরিমানা করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে গত শুক্রবার যখন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের এক প্রতিবেদন। এতে বলা হয়, একই সারিতে বসা এক যাত্রী ঘটনাটি উড়োজাহাজের ক্রুদের নজরে আনেন।
হলি নামের ওই নারী জানান তিনি এবং তাঁর মেয়ে আইল এবং মাঝখানের সিটে বসেছিলেন। আর এক ভদ্রলোক বসেছিলেন জানালার পাশের সিট। ওই ভদ্রলোকই কাপে প্রস্রাব করেন। অবশ্য ভদ্রলোকের নাম প্রকাশ করা হয়নি।
হলি বলেন, উড়োজাহাজটি প্রায় ২০ মিনিটের জন্য টারমাকে ছিল। একটি টার্মিনাল গেট বরাদ্দ পাওয়ার জন্য এ অপেক্ষা। এ সময় ওই যাত্রী একটি কাপে প্রস্রাব করার স্পষ্ট শব্দ শুনতে পান।
ওই নারী বলেন, নিশ্চিতভাবেই ওই লোকটি মাতাল ছিলেন এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের গায়ে প্রস্রাব ছিটান উড়োজাহাজ ত্যাগ করার সময়।
তবে উড়োজাহাজের ক্রুকে লক্ষ্য করে প্রস্রাব ছিটানোয় তাঁর মূল অপরাধ ছিল না। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা তাকে উড়োজাহাজ থেকে সরিয়ে নেয় কারণ, ‘সিটে বসা অবস্থায় কাপে প্রস্রাব করেন তিনি।’
এয়ার নিউজিল্যান্ড বলেছে যে তারা ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করে না। তবে জানিয়েছে, নেশাসহ বিভিন্ন অপ্রীতিকর আচরণের জন্য প্রতি মাসে পাঁচ থেকে ১০ জনকে নিষিদ্ধ করে তাঁরা।
১ অস্ট্রেলীয় ডলার=৭২.২৮ টাকা
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪