অনলাইন ডেস্ক
সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে