দত্ত থেকে নাম হয়ে গেল ‘কুত্তা’, প্রতিবাদে কুকুরের মতো ডাকলেন তিনি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ২৩
Thumbnail image

ভারতের বাঁকুড়ার এক ব্যক্তি কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দ করে প্রতিবাদ করেছেন। কারণ তাঁর রেশন কার্ডে নিজের নামের শেষ পদবি ‘দত্ত’ পরিবর্তন হয়ে ‘কুত্তা’ হয়ে গেছে। পেশায় শিক্ষক শ্রীকান্তি কুমার দত্ত নামের ওই ব্যক্তির কুকুরের ডাকের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া-২ ব্লকের বাসিন্দা শ্রীকান্তি কুমার দত্ত। তাঁর রেশন কার্ডে ভুলক্রমে শ্রীকান্তি কুমার দত্তের জায়গায় ‘শ্রীকান্তি কুমার কুত্তা’ ছাপা হয়েছে। নিজ নামের এই ভুল সংশোধন করার জন্য তিনি বাঁকুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি। শেষে গত বুধবার এক অভিনব কাণ্ড করে বসেন শ্রীকান্তি। 

ওই দিন ‘দুয়ারে সরকার’ নামের ক্যাম্প চলছিল বাঁকুড়া-২ ব্লকে। শ্রীকান্তি নিজের কাগজপত্র নিয়ে হাজির হন সেখানে। সামনে পেয়ে যান একজন সরকারি কর্মকর্তাকে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদবিধারী ওই সরকারি কর্মকর্তার গাড়ির জানালার কাছে গিয়ে ‘ঘেউ ঘেউ’ করতে শুরু করেন। কারণ রেশন কার্ড অনুযায়ী তিনি তো কুত্তা! তাঁর এই কাণ্ডে হইচই পড়ে যায় ক্যাম্পে। সরকারি ঔই কর্মকর্তা বাধ্য হয়ে তাঁর নথিপত্র দেখেন। এ ঘটনার দুই দিন পর তাঁর কাগজপত্রে নাম ঠিক হয়ে যায়। 

শ্রীকান্তি দত্ত এনডিটিভিকে আক্ষেপ করে বলেছেন, ‘আমি আপনাদের কীভাবে বোঝাব যে আমি কতটা অপমানিত হয়েছিলাম। যার সঙ্গে এমন ঘটনা ঘটে, সে-ই কেবল বুঝতে পারে। আমি একবার নয়, দুবার নয়, তিন-তিনবার নাম সংশোধনের জন্য ঘুরেছি। কিন্তু কাজ হয়নি। আমি একজন শিক্ষক। কিন্তু তারা আমার কথাই শোনেনি।’ 

শ্রীকান্তি দত্ত আরও বলেন, ‘যে ব্যক্তি আমার কার্ডে এই ভুল করেছে, তাঁর নামের ক্ষেত্রে কুত্তা লেখা থাকলে তিনি কী করতেন? আমি খুব রেগে গিয়েছিলাম এবং জুতোপেটা করতে চাচ্ছিলাম। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি তো করতে পারি না। শেষে নিজের রেশন কার্ডের নাম অনুযায়ী অভিনয় করার কথা চিন্তা করলাম।’ 

শুধু তাঁর নামই ভুল হয়েছে তা নয়, এ রকম হাজার হাজার মানুষের নাম ভুলভাবে ছাপা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করায় তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রীকান্তি বলেছেন, ‘মিডিয়া ইস্যুটি তুলেছিল বলেই আমি আমার নাম সংশোধন করতে পেরেছি। আমার মতো আরও হাজার হাজার মানুষের নাম ভুল আছে।’

 

ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত