Ajker Patrika

টাকার দাম বুঝতে হলে ধার করুন

ল–র–ব–য–হ ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২১, ২১: ২৭
টাকার দাম বুঝতে হলে ধার করুন

‘ভুল করার সময় প্রতিপক্ষকে বিরক্ত করবেন না।’


‘এটা শুধুই কাজ। ঘাস গজায়, পাখি ওড়ে, ঢেউ এসে আছড়ে পড়ে বালিতে, আর আমি লোকেদের মারি।’

মোহাম্মদ আলী, মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা (১৯৪২–২০১৬)


‘মস্তিষ্ক দারুণ এক অঙ্গ; সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এর কাজ শুরু হয়, যা অফিস শুরুর আগে বন্ধ হয় না।’

রবার্ট ফ্রস্ট, মার্কিন কবি (১৮৭৪–১৯৬৩)


‘মানুষের জন্য কাজ দরকার। তাই মানুষ অ্যালার্ম ঘড়ি বানিয়েছে।’

পাবলো পিকাসো, স্প্যানিশ চিত্রশিল্পী (১৮৮১–১৯৭৩)


‘জলদস্যু হওয়ার সুযোগ থাকতে নৌবাহিনীতে যোগ দেওয়ার দরকার কী?’

স্টিভ জবস, মার্কিন উদ্যোক্তা (১৯৫৫–২০১১)


‘এক শ ব্যবসায়ী যদি সিদ্ধান্ত নেন, তবে আর কিছুই বেআইনি থাকে না।’

অ্যান্ড্রু জ্যাকসন ইয়ং জুনিয়র, মার্কিন রাজনীতিক ও কূটনীতিক (১৯৩২–)


‘টাকার দাম বুঝতে হলে ধার করুন।’

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন রাজনীতিক ও দার্শনিক (১৭০৬–১৭৯০)


‘নিজের চাকরির মূল্যায়নের সবচেয়ে ভালো পন্থা হচ্ছে, এটি ছাড়া নিজেকে কল্পনা করা।’

অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক (১৮৫৪–১৯০০)

‘অর্থকরী সব কাজই মনের শক্তি ও সক্ষমতা কমায়।’

অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক (খ্রিষ্টপূর্ব ৩৮৪–৩২২)

‘নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করাটা মনোবিকলনের অন্যতম লক্ষণ।’

বার্ট্রান্ড রাসেল, ব্রিটিশ দার্শনিক (১৮৭২–১৯৭০)


‘আমি কঠিন কাজের জন্য সবসময় অলস লোকটিকে বেছে নেব। কারণ, অলসেরাই একটি সহজ রাস্তা বের করবে।’

বিল গেটস, মার্কিন ধনকুবের (১৯৫৫–)

‘ভালো বিচারবোধ অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। আর অভিজ্ঞতা আসে বাজে বিচারবোধ থেকে।’

রিটা মে ব্রাউন, মার্কিন লেখক (১৯৪৪)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত