অনলাইন ডেস্ক
দশমিক ২২ ক্যালিবারের বুলেটটা ছুটে আসছিল লোকটির দিকে। তবে সৌভাগ্যক্রমে তাঁর গলায় পড়া ছিল মোটা একটি নেকলেস। এটাই আটকে দেয় বুলেট। বলা চলে এই নেকলেসই বাঁচিয়ে দেয় লোকটির জীবন।
অবিশ্বাস্য এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের কাছের এক শহর কমার্স সিটির। বুলেটটি ১০মিলিমিটার চওড়া রুপার ওই নেকলেসে আটকে যাওয়ায় লোকটির গলায় কেবল খোঁচা খাওয়ার মতো একটি দাগ হয়।
কমার্স সিটি পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
পুলিশ জানিয়েছে একটি বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অন্য একজন ওই ব্যক্তিকে গুলি করেন। গত ২৮ মে এ ঘটনা ঘটে।
কমার্স সিটি পুলিশের কর্মকর্তারা ফেসবুকে ওই চেইনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাঁরা উল্লেখ করেন, ‘তিনি একটি বুলেটকে ফাঁকি দিয়েছেন, আরেকটু পরিষ্কারভাবে বললে ওটাকে আটকে দিয়েছেন। আর কেবলমাত্র ওই মোটা রুপার চেইনের কারণেই গতকাল ওই শুটিংয়ের পরও ভদ্রলোক বেঁচে গেছেন।’
এদিকে যে ব্যক্তিটি গুলি করেছেন তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অবশ্য ভুক্তভোগী কিংবা অভিযুক্ত—কারোরই নাম প্রকাশ করা হয়নি।
অবশ্য পুলিশ জানিয়ে নেকলেসটির রং রূপালি হলেও এটি খুব সম্ভব খাঁটি রুপার তৈরি নয়। কারণ রুপা বেশ নরম একটি ধাতু। এটির বুলেট আটকাতে সক্ষম হওয়ার কথা নয়।
দশমিক ২২ ক্যালিবারের বুলেটটা ছুটে আসছিল লোকটির দিকে। তবে সৌভাগ্যক্রমে তাঁর গলায় পড়া ছিল মোটা একটি নেকলেস। এটাই আটকে দেয় বুলেট। বলা চলে এই নেকলেসই বাঁচিয়ে দেয় লোকটির জীবন।
অবিশ্বাস্য এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের কাছের এক শহর কমার্স সিটির। বুলেটটি ১০মিলিমিটার চওড়া রুপার ওই নেকলেসে আটকে যাওয়ায় লোকটির গলায় কেবল খোঁচা খাওয়ার মতো একটি দাগ হয়।
কমার্স সিটি পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।
পুলিশ জানিয়েছে একটি বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অন্য একজন ওই ব্যক্তিকে গুলি করেন। গত ২৮ মে এ ঘটনা ঘটে।
কমার্স সিটি পুলিশের কর্মকর্তারা ফেসবুকে ওই চেইনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাঁরা উল্লেখ করেন, ‘তিনি একটি বুলেটকে ফাঁকি দিয়েছেন, আরেকটু পরিষ্কারভাবে বললে ওটাকে আটকে দিয়েছেন। আর কেবলমাত্র ওই মোটা রুপার চেইনের কারণেই গতকাল ওই শুটিংয়ের পরও ভদ্রলোক বেঁচে গেছেন।’
এদিকে যে ব্যক্তিটি গুলি করেছেন তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অবশ্য ভুক্তভোগী কিংবা অভিযুক্ত—কারোরই নাম প্রকাশ করা হয়নি।
অবশ্য পুলিশ জানিয়ে নেকলেসটির রং রূপালি হলেও এটি খুব সম্ভব খাঁটি রুপার তৈরি নয়। কারণ রুপা বেশ নরম একটি ধাতু। এটির বুলেট আটকাতে সক্ষম হওয়ার কথা নয়।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪