অনলাইন ডেস্ক
পোষ্য কুকুর-বিড়ালের খুনসুটি কিংবা খেলার মজার ভিডিও পশুপ্রেমীদের মন ছুঁয়ে যেতে বাধ্য। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও প্রায়ই সাড়া ফেলে। সম্প্রতি এক পোষ্যর তেমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রীতিমতো সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে এক বিড়াল। হেয়ারড্রেসারকেও বেশ মজা করেই কাঁচি আর চিরুনির সহায়তায় খুদে কাস্টমারের চুল কাটতে দেখা গেছে। চুল ছাঁটার সময় বিড়ালটি চুপ করে উপভোগ করছিল। যতক্ষণ না তার চুল কাটা শেষ হয়, সে ধৈর্য ধরেই বসে ছিল।
বিড়ালের লোম ছাঁটার মজার ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে ‘ক্যাওটিকক্যাটপিকস’ নামের একটি পেজ থেকে। ইতিমধ্যে ২৮ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। আর লাইক পড়েছে সোয়া ২ লাখের বেশি। এ ছাড়া কমেন্ট বক্সে মন্তব্যও পড়েছে ঢের। অনেকেই বিড়ালটি কতটা ধৈর্যশীল তা বিশ্বাস করতে পারেননি।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি আমার দেখা সবচেয়ে শান্ত বিড়াল’, আরেকজন লিখেছেন, ‘মানুষের পক্ষেও এত স্মার্টলি বসে সেবা নেওয়া অসম্ভব’, অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘কিউটনেস ওভারলোড!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওএমজি! এটা বেশি সুন্দর’।
পোষ্য কুকুর-বিড়ালের খুনসুটি কিংবা খেলার মজার ভিডিও পশুপ্রেমীদের মন ছুঁয়ে যেতে বাধ্য। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও প্রায়ই সাড়া ফেলে। সম্প্রতি এক পোষ্যর তেমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রীতিমতো সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে এক বিড়াল। হেয়ারড্রেসারকেও বেশ মজা করেই কাঁচি আর চিরুনির সহায়তায় খুদে কাস্টমারের চুল কাটতে দেখা গেছে। চুল ছাঁটার সময় বিড়ালটি চুপ করে উপভোগ করছিল। যতক্ষণ না তার চুল কাটা শেষ হয়, সে ধৈর্য ধরেই বসে ছিল।
বিড়ালের লোম ছাঁটার মজার ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে ‘ক্যাওটিকক্যাটপিকস’ নামের একটি পেজ থেকে। ইতিমধ্যে ২৮ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। আর লাইক পড়েছে সোয়া ২ লাখের বেশি। এ ছাড়া কমেন্ট বক্সে মন্তব্যও পড়েছে ঢের। অনেকেই বিড়ালটি কতটা ধৈর্যশীল তা বিশ্বাস করতে পারেননি।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি আমার দেখা সবচেয়ে শান্ত বিড়াল’, আরেকজন লিখেছেন, ‘মানুষের পক্ষেও এত স্মার্টলি বসে সেবা নেওয়া অসম্ভব’, অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘কিউটনেস ওভারলোড!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওএমজি! এটা বেশি সুন্দর’।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪