এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি।
এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।
এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি।
এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।
রাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও বারবরই আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
২০ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
২০ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
২৪ দিন আগে