অনলাইন ডেস্ক
এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি।
এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।
এক চীনা চিড়িয়াখানার বিরুদ্ধে অদ্ভুত এক অভিযোগ এসেছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, পান্ডা বলে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয় বরং রং করা চাও চাও ডগ। আর এই অভিযোগে রীতিমতো সরগরম চীনা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
জিয়াংসু প্রদেশের তাইঝুতে যাওয়া দর্শনার্থীরা জানান, তাঁরা রীতিমতো বিস্মিত হয়ে আবিষ্কার করেছেন ১ মে চিড়িয়াখানায় ‘পান্ডা ডগ’ পরিচয়ে যে প্রাণীগুলো দেখানো হয়, সেগুলো মোটেই পান্ডা নয়। এদের লোম ছেঁটে পরিপাটি ও রং করে পান্ডার চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এদিকে চিড়িয়াখানাটির একজন মুখপাত্র স্বীকার করেছেন, নিজেদের কোনো পান্ডা না থাকায় কুকুরগুলো প্রদর্শন করতে বাধ্য হয় তারা। তবে লোম ছেঁটে পরিপাটি করে রং করাটা কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে—এ ধরনের মতের বিরোধিতা করেন তিনি।
এদিকে চিড়িয়াখানার একজন কর্মচারী রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসকে জানায়, ‘পান্ডা কুকুর’ বলে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। কারণ প্রাণীগুলোর ঘেরে ব্যাখ্যা করা ছিল, এরা পান্ডার ছদ্মবেশে থাকা চাউ চাউ কুকুর।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১৭ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে