অনলাইন ডেস্ক
স্কাই ডাইভিং দারুণ রোমাঞ্চকর এক খেলা। এমনকি সাহসী মানুষদের এটা করতে বুক কাঁপে। আর সেখানে কিনা ১০৬ বছর ৩২৭ দিন বয়সে এক ব্যক্তি স্কাই ডাইভিং করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই নাগরিক সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে স্কাই ডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন।
টেক্সাসের আলফ্রেড ‘এল’ ব্লাসচক ২০২০ সালে ১০৩ বছর বয়সে প্লেন থেকে লাফ দিয়ে অর্থাৎ স্কাই ডাইভ করার জন্য সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের খেতাব অর্জন করেন। কিন্তু তাঁর রেকর্ডটি ভেঙেছিলেন সুইডিশ নারী রুত লিনিয়া ইঙগিগার্দ লারসন ১০৩ বছর ২৫৯ দিন বয়সে স্কাই ডাইভিং করে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ব্লাসচক রেকর্ডটি পুনরুদ্ধার করলেন ১০৬ বছর ৩২৭ দিন বয়সে স্কাই ডাইভিং করে। টেক্সাসের গ্রেগ অ্যাবটের সঙ্গে জোড় বেঁধে স্কাই ডাইভিং করেন তিনি। অ্যাবটের এটাই প্রথম স্কাই ডাইভিং।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ব্লাসচক বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে নিজেকে অবমূল্যায়ন করছেন। প্রত্যেকেই তাদের ধারণার চেয়ে বেশি সক্ষম। তাদের চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে।’
সুত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
স্কাই ডাইভিং দারুণ রোমাঞ্চকর এক খেলা। এমনকি সাহসী মানুষদের এটা করতে বুক কাঁপে। আর সেখানে কিনা ১০৬ বছর ৩২৭ দিন বয়সে এক ব্যক্তি স্কাই ডাইভিং করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই নাগরিক সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে স্কাই ডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন।
টেক্সাসের আলফ্রেড ‘এল’ ব্লাসচক ২০২০ সালে ১০৩ বছর বয়সে প্লেন থেকে লাফ দিয়ে অর্থাৎ স্কাই ডাইভ করার জন্য সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের খেতাব অর্জন করেন। কিন্তু তাঁর রেকর্ডটি ভেঙেছিলেন সুইডিশ নারী রুত লিনিয়া ইঙগিগার্দ লারসন ১০৩ বছর ২৫৯ দিন বয়সে স্কাই ডাইভিং করে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ব্লাসচক রেকর্ডটি পুনরুদ্ধার করলেন ১০৬ বছর ৩২৭ দিন বয়সে স্কাই ডাইভিং করে। টেক্সাসের গ্রেগ অ্যাবটের সঙ্গে জোড় বেঁধে স্কাই ডাইভিং করেন তিনি। অ্যাবটের এটাই প্রথম স্কাই ডাইভিং।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ব্লাসচক বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে নিজেকে অবমূল্যায়ন করছেন। প্রত্যেকেই তাদের ধারণার চেয়ে বেশি সক্ষম। তাদের চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে।’
সুত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪