অনলাইন ডেস্ক
স্কাই ডাইভিং দারুণ রোমাঞ্চকর এক খেলা। এমনকি সাহসী মানুষদের এটা করতে বুক কাঁপে। আর সেখানে কিনা ১০৬ বছর ৩২৭ দিন বয়সে এক ব্যক্তি স্কাই ডাইভিং করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই নাগরিক সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে স্কাই ডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন।
টেক্সাসের আলফ্রেড ‘এল’ ব্লাসচক ২০২০ সালে ১০৩ বছর বয়সে প্লেন থেকে লাফ দিয়ে অর্থাৎ স্কাই ডাইভ করার জন্য সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের খেতাব অর্জন করেন। কিন্তু তাঁর রেকর্ডটি ভেঙেছিলেন সুইডিশ নারী রুত লিনিয়া ইঙগিগার্দ লারসন ১০৩ বছর ২৫৯ দিন বয়সে স্কাই ডাইভিং করে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ব্লাসচক রেকর্ডটি পুনরুদ্ধার করলেন ১০৬ বছর ৩২৭ দিন বয়সে স্কাই ডাইভিং করে। টেক্সাসের গ্রেগ অ্যাবটের সঙ্গে জোড় বেঁধে স্কাই ডাইভিং করেন তিনি। অ্যাবটের এটাই প্রথম স্কাই ডাইভিং।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ব্লাসচক বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে নিজেকে অবমূল্যায়ন করছেন। প্রত্যেকেই তাদের ধারণার চেয়ে বেশি সক্ষম। তাদের চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে।’
সুত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
স্কাই ডাইভিং দারুণ রোমাঞ্চকর এক খেলা। এমনকি সাহসী মানুষদের এটা করতে বুক কাঁপে। আর সেখানে কিনা ১০৬ বছর ৩২৭ দিন বয়সে এক ব্যক্তি স্কাই ডাইভিং করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই নাগরিক সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে স্কাই ডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন।
টেক্সাসের আলফ্রেড ‘এল’ ব্লাসচক ২০২০ সালে ১০৩ বছর বয়সে প্লেন থেকে লাফ দিয়ে অর্থাৎ স্কাই ডাইভ করার জন্য সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের খেতাব অর্জন করেন। কিন্তু তাঁর রেকর্ডটি ভেঙেছিলেন সুইডিশ নারী রুত লিনিয়া ইঙগিগার্দ লারসন ১০৩ বছর ২৫৯ দিন বয়সে স্কাই ডাইভিং করে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ব্লাসচক রেকর্ডটি পুনরুদ্ধার করলেন ১০৬ বছর ৩২৭ দিন বয়সে স্কাই ডাইভিং করে। টেক্সাসের গ্রেগ অ্যাবটের সঙ্গে জোড় বেঁধে স্কাই ডাইভিং করেন তিনি। অ্যাবটের এটাই প্রথম স্কাই ডাইভিং।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ব্লাসচক বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে নিজেকে অবমূল্যায়ন করছেন। প্রত্যেকেই তাদের ধারণার চেয়ে বেশি সক্ষম। তাদের চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে।’
সুত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে