অনলাইন ডেস্ক
প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের নাম যুক্ত হয়েছে ব্রাজিলের অভিধানে। পর্তুগিজ ভাষার ‘মাইকেলিস’ অভিধানের অনলাইন সংস্করণে আনুষ্ঠানিকভাবে বিশেষণ হিসেবে এটি সংযুক্ত হয়েছে। পরবর্তীতে ছাপা সংস্করণেও এটি সংযুক্ত করা হবে। পেলে নামটি অতুলনীয়, ব্যতিক্রম, অনন্য, অদ্বিতীয় ইত্যাদির সমার্থক বোঝাতে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইকেলিস অভিধান ব্রাজিলে বেশ জনপ্রিয়। বুধবার তাঁদের অনলাইন সংস্করণে পেলের নামটি যুক্ত হয়। পেলের প্রতি সম্মান জানাতে তাঁর নাম অভিধানে যুক্ত করতে ১ লাখ ২৫ হাজার মানুষের স্বাক্ষর নেয় পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও স্পোর্টস চ্যানেল স্পোর্টস টিভি। এরপরই পেলের নামটি অভিযানে যুক্ত করা হলো। তাঁর নাম অভিধানে যুক্ত হওয়ায় পেলে ফাউন্ডেশন ও পেলের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল গ্রেট পেলে। পেলেই ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দুই দশকের ফুটবল ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ক্লাব আসর মিলিয়ে পেলের গোল সংখ্যা ১ হাজার ২৮১টি।
প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের নাম যুক্ত হয়েছে ব্রাজিলের অভিধানে। পর্তুগিজ ভাষার ‘মাইকেলিস’ অভিধানের অনলাইন সংস্করণে আনুষ্ঠানিকভাবে বিশেষণ হিসেবে এটি সংযুক্ত হয়েছে। পরবর্তীতে ছাপা সংস্করণেও এটি সংযুক্ত করা হবে। পেলে নামটি অতুলনীয়, ব্যতিক্রম, অনন্য, অদ্বিতীয় ইত্যাদির সমার্থক বোঝাতে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইকেলিস অভিধান ব্রাজিলে বেশ জনপ্রিয়। বুধবার তাঁদের অনলাইন সংস্করণে পেলের নামটি যুক্ত হয়। পেলের প্রতি সম্মান জানাতে তাঁর নাম অভিধানে যুক্ত করতে ১ লাখ ২৫ হাজার মানুষের স্বাক্ষর নেয় পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও স্পোর্টস চ্যানেল স্পোর্টস টিভি। এরপরই পেলের নামটি অভিযানে যুক্ত করা হলো। তাঁর নাম অভিধানে যুক্ত হওয়ায় পেলে ফাউন্ডেশন ও পেলের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল গ্রেট পেলে। পেলেই ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দুই দশকের ফুটবল ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ক্লাব আসর মিলিয়ে পেলের গোল সংখ্যা ১ হাজার ২৮১টি।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪