Ajker Patrika

বিষধর শঙ্খচূড়কে চুমু, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৬: ৩৬
বিষধর শঙ্খচূড়কে চুমু, ভিডিও ভাইরাল

বিষধর হোক বা না হোক, সাপ নিয়ে ভীতি কমবেশি সবার মধ্যেই আছে। কোনো এলাকায় সাপ আছে শুনলেই আমাদের মধ্যে একধরনের চাপা ভয় কাজ করে—এই বুঝি সাপে কাটল। তবে এসব ভয়ের বিন্দুমাত্র তোয়াক্কা না করে সাপের মাথায় চুমু খেলেন ভারতের ভাভা সুরেশ নামের এক ব্যক্তি। তাও আবার যেমন-তেমন সাপ নয়, একদম বিষধর শঙ্খচূড়।

এমনই এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সৌরভ যাদব নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ বিশেষজ্ঞ সুরেশ একটি বিষধর শঙ্খচূড়কে পেছন থেকে চুমু খাচ্ছেন।

ভাভা সুরেশ পেশায় একজন বন্যপ্রাণী সংরক্ষক ও সাপ বিশেষজ্ঞ। সাপ ধরা এবং সেগুলো বন্য পরিবেশে সংরক্ষণের জন্য তিনি সুপরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজমিনিটের তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি সাপ ধরেছেন। এর মধ্যে সাপের কামড় খেয়েছেন প্রায় ৩ হাজার বার।

গত বুধবারে পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত ১৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা তো বেশ বিপজ্জনক’। অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ‘সাপকে চুমু খাওয়া বিপজ্জনক হলেও এমন জিনিস দেখতে আমার বেশ ভালোই লাগে।’

এদিকে ভারতের কর্ণাটকের শিভামোজ্ঞা অঞ্চলে ভদ্রাবতিতে সাপকে চুমু খেতে গিয়ে ছোবল খাওয়ার ঘটনা ঘটেছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাপকে চুমু খাওয়ার চেষ্টা করলে উল্টো কামড় খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত