ইমরান খান
১৮ হাজার বাড়ির মধ্যে কয়েকটি না হয় ভেঙেছে। এতেই এত শোরগোল! একটু পজেটিভ কি হওয়া যায় না? কেউ বাড়ির পিলার ধরে নাড়াচাড়া না করতেই কেন ভেঙে পড়ল, এই নিয়ে তো আপত্তি? দেখেন ভাই, বিল্ডিং তো আর কাকলি ফার্নিচার না!
সবকিছুর বাজার দর বাড়তি তা তো জানেনই। এখানে একটা পর্দার দাম ৩৭ লাখ, সুইয়ের দাম ২৫ হাজার, একটা কাঁচি সাড়ে ১০ হাজার, বালিশ ৬ হাজার টাকা। তো এই বাজারে ১ লাখ ৭১ হাজার টাকায় কী হয়? এত অল্প টাকায় ম্যানেজ করে ইট, বালু, সিমেন্ট, রড দিয়ে ঘর বানিয়ে দিলাম; আর কি চান? বলিহারি আপনাদের চাহিদা!
ঘরে লোক ওঠার আগেই ঘর ভেঙে পড়া নিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন। কিন্তু একবার ভাবুন, লোক ওঠার পর ভাঙলে তো বাসিন্দাদের জান-মালেরও ক্ষতি হতে পারত। এই ক্ষতিটা যে হয়নি, তা ভেবে তো অন্তত একটু আনন্দিত হতে পারেন। ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তো গরিবেরা এই সুবিধাটা পেতেন না। আর বাড়িতে ওঠার পর দেয়াল ধসের দুশ্চিন্তায় এখন যারা ঘুমাতে পারছেন না, তাঁরা তো এরই মধ্যে পৌঁছে গেছেন সাফল্যের দ্বারপ্রান্তে। নিশ্চিত থাকুন আপনাদের উদ্দেশ্যেই এ পি জে আবুল কালাম বলেছেন, ‘স্বপ্ন হলো সেটাই—যা মানুষকে ঘুমাতে দেয় না।’ স্বপ্ন তো দেখছেনই, এবার সাফল্যের জন্য অপেক্ষা করুন। এর মাঝেও ঘুম পেলে, নাক ডাকার শব্দে ভূমিকম্পের আশঙ্কা থাকলে হেলমেট তো আছেই।
ভাবেন, এভাবে দালান পেয়ে যাওয়ার চিন্তা এই গৃহহীনেরা কখনো করেছে? না চাইতেই তাঁদের শোয়ার ঘর, রান্না ঘর, স্নানের ঘর দেওয়া হলো। ব্যবস্থা করা হলো সুপেয় পানিরও। এ তো বিরাট খুশির খবর! এই খুশিতে বাদ্য বাজান, ফুর্তি করেন! আর, ঘর পেতে কে কত টাকা উৎকোচ দিয়েছেন, তা নিয়ে আপনারা ‘আবার অন্য কিছু মনে কইরেন না’। ‘নট ফর মাইন্ড’, ঘরের কাজে লাগানোর কথা বলেই ওইটা নেওয়া হয়েছিল। এত কিছুর মধ্যেও ‘জনগণের টাকা’ ফোঁড়নটা কি না কাটলেই নয়?
আরও সময় নিয়ে হলেও বাজেট বাড়িয়ে অল্প লোককে হলেও মানসম্পন্ন বাড়ি দেওয়ার তালিম কেন দিচ্ছেন, ভাই? খুশি যত দ্রুত, যত বেশি লোকের মধ্যে ছড়ানো যায় ততই তো ভালো। আপনাদের খুশির নন্দনতত্ত্ব বোঝাতে আর কত ঘাম ঝরাতে হবে? আমরা কত খাটলে আপনাদের মনের কোপা কাপটা জয় করতে পারব?
বোঝানোয় তো কম বোঝালাম না। এরপরও কেন নির্মাণের দুই মাসের মধ্যে গৃহায়ণের ঘর ভেঙে পড়াকে ইতিবাচকভাবে দেখতে পারছেন না? এ নিয়ে ফের দুষ্টুমি করলে কিন্তু কর্তাদের দিয়ে হালকা করে শাসিয়ে দেব—‘আগে গৃহহীনদের ঘর উপহার দিয়ে তারপর সমালোচনা করুন।’ এতেও না হলে যন্তর-মন্তর ঘরে দাওয়াতের অপশন তো আছেই। আর যদি বুঝেই যান, পাশের লোককেও বোঝান। তাঁদের বলুন—‘থিংক পজেটিভ, স্প্রেড পজেটিভিটি।’
১৮ হাজার বাড়ির মধ্যে কয়েকটি না হয় ভেঙেছে। এতেই এত শোরগোল! একটু পজেটিভ কি হওয়া যায় না? কেউ বাড়ির পিলার ধরে নাড়াচাড়া না করতেই কেন ভেঙে পড়ল, এই নিয়ে তো আপত্তি? দেখেন ভাই, বিল্ডিং তো আর কাকলি ফার্নিচার না!
সবকিছুর বাজার দর বাড়তি তা তো জানেনই। এখানে একটা পর্দার দাম ৩৭ লাখ, সুইয়ের দাম ২৫ হাজার, একটা কাঁচি সাড়ে ১০ হাজার, বালিশ ৬ হাজার টাকা। তো এই বাজারে ১ লাখ ৭১ হাজার টাকায় কী হয়? এত অল্প টাকায় ম্যানেজ করে ইট, বালু, সিমেন্ট, রড দিয়ে ঘর বানিয়ে দিলাম; আর কি চান? বলিহারি আপনাদের চাহিদা!
ঘরে লোক ওঠার আগেই ঘর ভেঙে পড়া নিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন। কিন্তু একবার ভাবুন, লোক ওঠার পর ভাঙলে তো বাসিন্দাদের জান-মালেরও ক্ষতি হতে পারত। এই ক্ষতিটা যে হয়নি, তা ভেবে তো অন্তত একটু আনন্দিত হতে পারেন। ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তো গরিবেরা এই সুবিধাটা পেতেন না। আর বাড়িতে ওঠার পর দেয়াল ধসের দুশ্চিন্তায় এখন যারা ঘুমাতে পারছেন না, তাঁরা তো এরই মধ্যে পৌঁছে গেছেন সাফল্যের দ্বারপ্রান্তে। নিশ্চিত থাকুন আপনাদের উদ্দেশ্যেই এ পি জে আবুল কালাম বলেছেন, ‘স্বপ্ন হলো সেটাই—যা মানুষকে ঘুমাতে দেয় না।’ স্বপ্ন তো দেখছেনই, এবার সাফল্যের জন্য অপেক্ষা করুন। এর মাঝেও ঘুম পেলে, নাক ডাকার শব্দে ভূমিকম্পের আশঙ্কা থাকলে হেলমেট তো আছেই।
ভাবেন, এভাবে দালান পেয়ে যাওয়ার চিন্তা এই গৃহহীনেরা কখনো করেছে? না চাইতেই তাঁদের শোয়ার ঘর, রান্না ঘর, স্নানের ঘর দেওয়া হলো। ব্যবস্থা করা হলো সুপেয় পানিরও। এ তো বিরাট খুশির খবর! এই খুশিতে বাদ্য বাজান, ফুর্তি করেন! আর, ঘর পেতে কে কত টাকা উৎকোচ দিয়েছেন, তা নিয়ে আপনারা ‘আবার অন্য কিছু মনে কইরেন না’। ‘নট ফর মাইন্ড’, ঘরের কাজে লাগানোর কথা বলেই ওইটা নেওয়া হয়েছিল। এত কিছুর মধ্যেও ‘জনগণের টাকা’ ফোঁড়নটা কি না কাটলেই নয়?
আরও সময় নিয়ে হলেও বাজেট বাড়িয়ে অল্প লোককে হলেও মানসম্পন্ন বাড়ি দেওয়ার তালিম কেন দিচ্ছেন, ভাই? খুশি যত দ্রুত, যত বেশি লোকের মধ্যে ছড়ানো যায় ততই তো ভালো। আপনাদের খুশির নন্দনতত্ত্ব বোঝাতে আর কত ঘাম ঝরাতে হবে? আমরা কত খাটলে আপনাদের মনের কোপা কাপটা জয় করতে পারব?
বোঝানোয় তো কম বোঝালাম না। এরপরও কেন নির্মাণের দুই মাসের মধ্যে গৃহায়ণের ঘর ভেঙে পড়াকে ইতিবাচকভাবে দেখতে পারছেন না? এ নিয়ে ফের দুষ্টুমি করলে কিন্তু কর্তাদের দিয়ে হালকা করে শাসিয়ে দেব—‘আগে গৃহহীনদের ঘর উপহার দিয়ে তারপর সমালোচনা করুন।’ এতেও না হলে যন্তর-মন্তর ঘরে দাওয়াতের অপশন তো আছেই। আর যদি বুঝেই যান, পাশের লোককেও বোঝান। তাঁদের বলুন—‘থিংক পজেটিভ, স্প্রেড পজেটিভিটি।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে