অনলাইন ডেস্ক
ভারতে বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি করেছে ১৭ বছরের এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, কিশোরটি রাস্তার পাশে হোটেলে কাজ করত।
পুলিশ বলছে, বন্ধুর ১৮তম জন্মদিনে দামি উপহার দিয়ে খুশি করতে চেয়েছিল ওই কিশোর। কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। এজন্য সে চুরি করার সিদ্ধান্ত নেয়। গত ১ অক্টোবর সে একটি বাড়ির সামনে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে।
কিশোরটি এক নকল চাবি ব্যবহার করে মোটরসাইকেলের তালা খুলে এবং শব্দ এড়ানোর জন্য ধাক্কা দিয়ে তা নিরাপদ দূরত্বে নিয়ে আসে। এরপর সে বাইকটি চালিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখে এবং সম্ভাব্য গ্রাহকের সন্ধান করতে থাকে।
মোটরসাইকেল মালিক রাম সাহারে বিশ্বকর্মা চুরির বিষয়টি টের পাওয়ার পর সিসিটিভি ফুটেজ চেক করে কিশোরটিকে চুরি করতে দেখে।
তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ মোটরসাইকেলের খোঁজে তদন্ত শুরু করে। পরে স্থানীয়দের সাহায্যে কিশোরকে শনাক্ত করে পুলিশ।
থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ স্বীকার করে কিশোরটি বলেছে, ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনে দামি উপহার দেওয়ার জন্য সে মোটরসাইকেলটি চুরি করেছে। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। বন্ধুটি গত মঙ্গলবার ১৮ বছরে বয়সে পরিণত হয়েছে।
অভিযুক্ত কিশোর বলে, এ বন্ধু তাঁকে চুরির বিষয়ে সব শিখিয়েছে এবং তাঁর কাছে শিক্ষকের মতো।
ভারতে বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি করেছে ১৭ বছরের এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, কিশোরটি রাস্তার পাশে হোটেলে কাজ করত।
পুলিশ বলছে, বন্ধুর ১৮তম জন্মদিনে দামি উপহার দিয়ে খুশি করতে চেয়েছিল ওই কিশোর। কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। এজন্য সে চুরি করার সিদ্ধান্ত নেয়। গত ১ অক্টোবর সে একটি বাড়ির সামনে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে।
কিশোরটি এক নকল চাবি ব্যবহার করে মোটরসাইকেলের তালা খুলে এবং শব্দ এড়ানোর জন্য ধাক্কা দিয়ে তা নিরাপদ দূরত্বে নিয়ে আসে। এরপর সে বাইকটি চালিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখে এবং সম্ভাব্য গ্রাহকের সন্ধান করতে থাকে।
মোটরসাইকেল মালিক রাম সাহারে বিশ্বকর্মা চুরির বিষয়টি টের পাওয়ার পর সিসিটিভি ফুটেজ চেক করে কিশোরটিকে চুরি করতে দেখে।
তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ মোটরসাইকেলের খোঁজে তদন্ত শুরু করে। পরে স্থানীয়দের সাহায্যে কিশোরকে শনাক্ত করে পুলিশ।
থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ স্বীকার করে কিশোরটি বলেছে, ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনে দামি উপহার দেওয়ার জন্য সে মোটরসাইকেলটি চুরি করেছে। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। বন্ধুটি গত মঙ্গলবার ১৮ বছরে বয়সে পরিণত হয়েছে।
অভিযুক্ত কিশোর বলে, এ বন্ধু তাঁকে চুরির বিষয়ে সব শিখিয়েছে এবং তাঁর কাছে শিক্ষকের মতো।
এক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
৩ ঘণ্টা আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৪ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৮ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১২ দিন আগে