Ajker Patrika

পেশাদার ঘুমকাতুরে খুঁজছে যে প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬: ১৮
পেশাদার ঘুমকাতুরে খুঁজছে যে প্রতিষ্ঠান

যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’। 

বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরাবিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত