অনলাইন ডেস্ক
যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’।
বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত।
যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’।
বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে