Ajker Patrika

মাকড়সার ভয়ে গাড়িতে কড়া ব্রেক, ঘটল দুর্ঘটনা

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৫: ০৯
মাকড়সার ভয়ে গাড়িতে কড়া ব্রেক, ঘটল দুর্ঘটনা

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী এড়াতে গিয়ে একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। তবে গাড়ির চালকের ঘাবড়ে যাওয়ার কারণ মোটেই ভালুক কিংবা বাইসনের মতো বিশাল কোনো বন্যপ্রাণী নয়, বরং একটি টারানটুলা মাকড়সা।

ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। পার্ক কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সুইজারল্যান্ডের দুজন পর্যটক একটি ক্যাম্পারভ্যানে (এ ধরনের গাড়িতে আরাম করে ঘুমানোর ব্যবস্থাও থাকে) চেপে ২৮ অক্টোবর পার্কের রাস্তা ধরে যাচ্ছিলেন। এ সময়ই গাড়িটির চালক রাস্তার ওপর টারানটুলা মাকড়সাটি দেখেন। সঙ্গে সঙ্গে জোরে গাড়ির ব্রেক চেপে ধরেন তিনি। আর হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে পড়ায় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী কেম্পারভ্যানের পেছনের অংশের সঙ্গে জোরে ধাক্কা খান।

মোটরসাইকেল আরোহীকে কাছের হাসপাতালে নেওয়া হয়। এদিকে পার্ক কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাকড়সাটি অক্ষত দেহেই জায়গাটি পেরিয়ে চলে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উষ্ণ ও শুষ্ক জাতীয় উদ্যান ডেথ ভ্যালিতে পাওয়া যাওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে একটি এই টারানটুলা মাকড়সা। তবে সব সময় এদের দেখা পাওয়া যায় না।

পার্কের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়, এই মাকড়সারা বেশির ভাগ সময় মাটির নিচে কাটায়। শুধু সঙ্গীর খোঁজে বের হয়ে আসে। মাটির ওপরে আসার ঘটনাটি বেশি ঘটে সাধারণত শরতে। তবে পার্ক কর্তৃপক্ষ আট পায়ের এই প্রাণীদের দেখলেই আতঙ্কিত না হতে অনুরোধ করেছে দর্শনার্থীদের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টারানটুলারা ধীরগতির এবং মোটেই আক্রমণাত্মক নয়। এর হুল মৌমাছির হুলের মতোই বলে জানা যায়, মানুষের মৃত্যুর আশঙ্কা নেই এতে।

সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার ন্যাশনাল পার্কগুলোতে মানুষ-বন্যপ্রাণী মুখোমুখি হয়ে যাওয়ার আরও কিছু ঘটনা ঘটেছে। তবে সেগুলোর বেশির ভাগ মানুষ বন্যপ্রাণী থেকে দূরে সরে যাওয়া নয়, বরং কাছে আসার চেষ্টা করার ফল হিসেবে ঘটেছে।

গত সপ্তাহে নর্থ ক্যারোলিনার ব্লু রিজ পার্কওয়ে জাতীয় উদ্যানের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়। কারণ একটি ভালুক শাবককে বিভিন্ন পর্যটক খাওয়ানোর পাশাপাশি ধরে আদর করার চেষ্টা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত