অনলাইন ডেস্ক
ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।
ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে