অনলাইন ডেস্ক
ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।
ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪