পিরামিডের চূড়ায় কুকুর, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২: ০১
Thumbnail image

প্যারা গ্লাইডাররা আকাশ থেকে মিসরের গিজার প্রাচীন পিরামিডগুলো দেখে আনন্দ পান। সেখানে কুকুর ঘুরে বেড়ানোটি যে মোটেই স্বাভাবিক বিষয় নয় এটা তাঁদের থেকে আর কে ভালো বুঝবেন! যুক্তরাষ্ট্রের প্যারা গ্লাইডার মার্শাল মশার ও তাঁর সঙ্গী প্যারা গ্লাইডাররা গত সপ্তাহে সূর্যাস্তের সময় পিরামিডগুলোর ওপর দিয়ে ওড়ার সময় এমনই এক আশ্চর্য দৃশ্য দেখেন। একটি কুকুর পিরামিডের চূড়ার চারপাশে ঘুরে বেড়াচ্ছে!

‘আমরা লক্ষ্য করলাম কিছু একটা দৌড়াদৌড়ি করছে’, সিএনএন ট্র্যাভেলকে বলেন মশার। বলেন, ‘একজন তো ভেবে বসলেন এটা একটি পার্বত্য সিংহ!’ দ্রুত দ্বিতীয় সর্বোচ্চ পিরামিড খাফরের ওপরের দৃশ্যটা পরিষ্কারভাবে দেখার জন্য মোবাইল ফোন হাতে নিয়ে ক্যামেরা জুম করেন তাঁরা। তখনই আবিষ্কার করেন, ৪৪৮ ফুট উঁচু পিরামিডের চূড়ায় একটি কুকুর কয়েকটি পাখিকে তাড়া করছে। অথচ এই পিরামিডের চূড়ায় ওঠার অনুমতি নেই পর্যটকদের।

মশার সিএনএনকে জানান, শুরুতে কুকুরটা সেখানে আটকা পড়েছে ভেবে একটু দুশ্চিন্তায় পড়েন তিনি। তবে পরে চিন্তাটা দূর হয়ে যায়।

‘নিজে থেকে যদি উঠে থাকে, তবে নামতেও পারবে। অবশ্য যদি এমন কোনো রহস্যময় কিছুর খোঁজ পেয়ে থাকে যেটা তাকে ওপরে তুলেছে, তাহলে আলাদা কথা!’ মজা করে বলেন তিনি।

পরের দিন কুকুরটি আগের জায়গায় আছে কিনা দেখতে আবার পিরামিডের ওপর দিয়ে উড়ে যান কৌতূহলী মশার এবং তাঁর সঙ্গীরা। তবে এবার কুকুরটি কিংবা অন্য কিছুর দেখা পেলেন না।

তবে অপর একজন প্যারা গ্লাইডার একটি দৃশ্যের ভিডিও ধারণ করেছেন, যা দেখে মনে হয় একই কুকুর নিরাপদে পিরামিড থেকে নেমে যাচ্ছে। অবশ্য পিরামিড কমপ্লেক্সের ভেতরে কয়েক শ কুকুর ঘুরে বেড়ায়। আগের দিনের কুকুরটি আর এদিনের কুকুর একই কিনা সে সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানান মশার।

এই প্যারা গ্লাইডার জানান, ঘুরে বেড়ানো এই কুকুরদের জন্য নিরাপদ, কম দুঃসাহসিক আবাস খুঁজে পেতে সহায়তা করার জন্য তিনি কায়রোতে পশুদের আশ্রয় কেন্দ্রের সন্ধান করছেন।

কুকুরটির ভিডিওগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই সঙ্গে মশারের প্রথম পোস্টটি রাতারাতি ইনস্টাগ্রামে লাখ লাখ ভিউ পেয়েছে।

মশার কয়েক বছর ধরে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন, তবে কুকুরটির দুঃসাহসিক কাজের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ দেখে রীতিমতো অবাক হয়েছেন। ‘আমি ভেবেছিলাম পিরামিডের ওপর দিয়ে উড়ে যাওয়ার বিষয়টিই আকর্ষণীয় ছিল, কিন্তু কারও শুধু এ বিষয় নিয়ে তেমন আগ্রহ আবিষ্কার করিনি।’ সিএনএনকে বলেন তিনি।

অনলাইনে মন্তব্য করা কেউ কেউ কুকুর এবং প্রাচীন মিসরীয় দেবতা আনুবিসের মধ্যে একটি যোগসূত্র আঁকার চেষ্টা করেছেন। মিসরের এই মৃত্যু দেবতাকে শেয়ালের মাথাওয়ালা মানুষ হিসেবে চিত্রিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত