অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।
অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’
বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।
যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।
অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’
বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে