Ajker Patrika

ফোন করে পুলিশ ডাকল বানর

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩: ০৭
ফোন করে পুলিশ ডাকল বানর

যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ। 

ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।

পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।

অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করে ঘটনা তুলে ধরা হয়েছে।অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’ 

বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত