অনলাইন ডেস্ক
সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।
লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।
এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’
লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।
তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
গুপ্তধন উদ্ধারের অভিযান নিয়ে বই পড়েননি কিংবা সিনেমা দেখেননি এমন মানুষ বিরল। তেমনি ছোটবেলায় লুকানো জিনিস খুঁজে বের করার খেলায় অংশ নিয়েছেন অনেকে। তবে সত্যি গুপ্তধন উদ্ধারের খেলায় মানুষকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রজুড়ে ৫টি গুপ্তধনের বাক্স লুকিয়ে রেখেছেন তিনি
১ দিন আগেসাপ প্রাণীটিকে অনেকেই বেশ ভয় পান। বিশেষ করে নারীদের মধ্যে সাপভীতিটা তুলনামূলক বেশি। আপনি যদি ওই দলে পড়েন তাহলে অস্ট্রেলিয়ার এক নারীকে যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শুনলে নিঃসন্দেহ চমকে উঠবেন। মেলবোর্নের বাইরে একটি সড়কে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় ওই নারী গাড়ির ভেতরে আবিষ্কার...
১ দিন আগেপ্রায়ই দেখা যায় পথে-ঘাটে কোনো মানুষকে বিপদে পড়তে দেখেও অবলীলায় নিজের কাজে চলে যাচ্ছি আমরা। বিপদে পড়া কোনো কুকুর-বিড়াল বা বন্যপ্রাণীর জন্য পরিস্থিতিটা নিঃসন্দেহে আরও কঠিন। তবে মুদ্রার অন্য পিঠও আছে। একটি বিড়ালকে বাঁচাতে পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে ৫০ গজ পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নার
৩ দিন আগেদেয়ালে স্কচটেপ দিয়ে আটকানো কলা নিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমে চলছে ব্যাপক শোরগোল। প্রাকৃতিকভাবে উৎপাদিত ফলটিকে শিল্পকর্মে রূপ দিয়েছিলেন ইতালির শিল্পী মরিজিও ক্যাটালান। আর তাতেই সাধারণ কলাটির দাম ওঠে ৬২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকায় কেনা সেই কলা খেয়ে ফেলে তাক লাগিয়ে দিলেন ক্রিপটো বস...
৪ দিন আগে