ইমরান খান
নিন্দুকের কথায় পাত্তা না দিয়ে কাক পর্যন্ত গলা ফাটিয়ে গাইছে; আর আপনি ভাবছেন, কে কী বলে। এটা কোনো কথা হলো? কণ্ঠ, সুর—এগুলো কি সবার সমান থাকে নাকি? থাকে না। বেসুরো বলে যে গান গাইবেন না, তা তো হয় না। আইনেও তো বাধা নেই। তবে?
গান যে আপনি গাইছেন না, তা কিন্তু না। বাথরুম সিঙ্গারের তালিকায় আপনার নামটা কিন্তু নিজেই দিয়েছেন। এবার বলুন, এই প্রতিভা দেয়ালের বাইরে আনতে না পারলে এত অধ্যবসায়ের দাম কী? কবি কাজী নজরুল ইসলামের, ‘থাকব নাকো বদ্ধ ঘরে’ দিয়েই–বা কী শিখলেন? দেখিয়ে দিন অদেখা আপনাকে, জনতাকে জানিয়ে দিন আপনিও পারেন।
কতজনই তো এই প্রতিভা দিয়েই করে খাচ্ছে। আপনিও হাঁটুন সে পথে। তাই বলে বাথরুমে গান গাওয়ার ঐতিহ্য কিন্তু হারাতে দেওয়া যাবে না। শুধু খেয়াল রাখবেন, গান থেকে নাচ এবং নাচের ক্লান্তিতে যাতে বাথরুমেই ঘুমিয়ে না পড়েন। কারণ, ঘরের বাকি সদস্যদেরও তো সুযোগ দিতে হবে!
সৈয়দ ওয়ালীউল্লাহ ‘একটি তুলসী গাছের কাহিনি’ গল্পে হাবিবুল্লাহকে বেসুরো হারমোনিয়ামে অবক্তব্য সংগীত-সমস্যার স্রষ্টা আখ্যা দিয়েছেন। প্রতিভা জানান দিলে এমন স্রষ্টার আখ্যা কিন্তু আপনিও পেতে পারেন। তাই বলে গান শুনে সবাই বিরক্ত হবে বলে চিন্তিত হবেন? ভাববেন না; সুন্দর করে একটি গভীর নিশ্বাস নিন। আবার গাইতে শুরু করুন। আর মনে মনে বলুন—‘জগতে কেউ পারফেক্ট নয়!’
সমস্যা বা মন খারাপের সময় মনকে শীতল করতে মন খুলে গাইতে পারেন। শুধু খেয়াল রাখবেন, গানটা যেন সমস্যার চেয়ে ভয়ানক না হয়ে যায়। এ সময় পুরোপুরি না জানা গান আওড়াতে শুরু করলেও আতঙ্কিত হবেন না। গানের কথা যাই হোক—গাইবেন, পারলে নিজের লেখা গান গলা ছেড়ে গাইবেন। হয়তো এভাবেই জানা যাবে—আপনি এক বিরাট পটেনশিয়াল গীতিকার।
প্রথমত বন্ধুদের আড্ডায় গেয়ে সংগীত ক্যারিয়ার শুরু করুন। দেখবেন, আপনার আগেই গানের পরের লাইন গাওয়া দু-একজন পেয়ে গেছেন। আর সবাই একসঙ্গে কোরাস ধরলে তো বেঁচেই গেলেন। এভাবে এগোতে থাকলে নিয়মিত উন্নয়নে জনসম্মুখে গাওয়ার সুযোগও আসবে। সুযোগ হাতছাড়া করবেন না। খুব সিরিয়াস মুডে গান শুরু করুন, চালিয়ে যান। আপনাকে দাবিয়ে রাখে—এমন সাধ্য কার?
মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, তাঁদের কারণে কাজটি আমি নিজেই করতে পেরেছি।’ তারপরও গাইবেন না! আইনস্টাইনের মতো জ্ঞানী লোকের কথায় অন্তত নিজের প্রতিভায় আপনার আস্থা ফেরা উচিত। এই শক্তিতে বলীয়ান হলে যেকোনো ধরনের অসহযোগিতা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপনিও হয়ে উঠবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী। সে ক্ষেত্রে খুলে যেতে পারে আয়ের ভাগ্যও। ক্যারিয়ারে এমন বহু প্রস্তাব আসবে—ভাই/আপু, ‘গান থামাতে কত লাগবে?’ শুনবেন না, হতাশ হবেন না। একদম না।
নিন্দুকের কথায় পাত্তা না দিয়ে কাক পর্যন্ত গলা ফাটিয়ে গাইছে; আর আপনি ভাবছেন, কে কী বলে। এটা কোনো কথা হলো? কণ্ঠ, সুর—এগুলো কি সবার সমান থাকে নাকি? থাকে না। বেসুরো বলে যে গান গাইবেন না, তা তো হয় না। আইনেও তো বাধা নেই। তবে?
গান যে আপনি গাইছেন না, তা কিন্তু না। বাথরুম সিঙ্গারের তালিকায় আপনার নামটা কিন্তু নিজেই দিয়েছেন। এবার বলুন, এই প্রতিভা দেয়ালের বাইরে আনতে না পারলে এত অধ্যবসায়ের দাম কী? কবি কাজী নজরুল ইসলামের, ‘থাকব নাকো বদ্ধ ঘরে’ দিয়েই–বা কী শিখলেন? দেখিয়ে দিন অদেখা আপনাকে, জনতাকে জানিয়ে দিন আপনিও পারেন।
কতজনই তো এই প্রতিভা দিয়েই করে খাচ্ছে। আপনিও হাঁটুন সে পথে। তাই বলে বাথরুমে গান গাওয়ার ঐতিহ্য কিন্তু হারাতে দেওয়া যাবে না। শুধু খেয়াল রাখবেন, গান থেকে নাচ এবং নাচের ক্লান্তিতে যাতে বাথরুমেই ঘুমিয়ে না পড়েন। কারণ, ঘরের বাকি সদস্যদেরও তো সুযোগ দিতে হবে!
সৈয়দ ওয়ালীউল্লাহ ‘একটি তুলসী গাছের কাহিনি’ গল্পে হাবিবুল্লাহকে বেসুরো হারমোনিয়ামে অবক্তব্য সংগীত-সমস্যার স্রষ্টা আখ্যা দিয়েছেন। প্রতিভা জানান দিলে এমন স্রষ্টার আখ্যা কিন্তু আপনিও পেতে পারেন। তাই বলে গান শুনে সবাই বিরক্ত হবে বলে চিন্তিত হবেন? ভাববেন না; সুন্দর করে একটি গভীর নিশ্বাস নিন। আবার গাইতে শুরু করুন। আর মনে মনে বলুন—‘জগতে কেউ পারফেক্ট নয়!’
সমস্যা বা মন খারাপের সময় মনকে শীতল করতে মন খুলে গাইতে পারেন। শুধু খেয়াল রাখবেন, গানটা যেন সমস্যার চেয়ে ভয়ানক না হয়ে যায়। এ সময় পুরোপুরি না জানা গান আওড়াতে শুরু করলেও আতঙ্কিত হবেন না। গানের কথা যাই হোক—গাইবেন, পারলে নিজের লেখা গান গলা ছেড়ে গাইবেন। হয়তো এভাবেই জানা যাবে—আপনি এক বিরাট পটেনশিয়াল গীতিকার।
প্রথমত বন্ধুদের আড্ডায় গেয়ে সংগীত ক্যারিয়ার শুরু করুন। দেখবেন, আপনার আগেই গানের পরের লাইন গাওয়া দু-একজন পেয়ে গেছেন। আর সবাই একসঙ্গে কোরাস ধরলে তো বেঁচেই গেলেন। এভাবে এগোতে থাকলে নিয়মিত উন্নয়নে জনসম্মুখে গাওয়ার সুযোগও আসবে। সুযোগ হাতছাড়া করবেন না। খুব সিরিয়াস মুডে গান শুরু করুন, চালিয়ে যান। আপনাকে দাবিয়ে রাখে—এমন সাধ্য কার?
মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, তাঁদের কারণে কাজটি আমি নিজেই করতে পেরেছি।’ তারপরও গাইবেন না! আইনস্টাইনের মতো জ্ঞানী লোকের কথায় অন্তত নিজের প্রতিভায় আপনার আস্থা ফেরা উচিত। এই শক্তিতে বলীয়ান হলে যেকোনো ধরনের অসহযোগিতা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপনিও হয়ে উঠবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী। সে ক্ষেত্রে খুলে যেতে পারে আয়ের ভাগ্যও। ক্যারিয়ারে এমন বহু প্রস্তাব আসবে—ভাই/আপু, ‘গান থামাতে কত লাগবে?’ শুনবেন না, হতাশ হবেন না। একদম না।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৩ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে