Ajker Patrika

শুধু প্রাপ্তবয়স্কদের আলাদা বিভাগ চালু করছে কোরেন্ডন এয়ারলাইনস

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২২: ০৮
শুধু প্রাপ্তবয়স্কদের আলাদা বিভাগ চালু করছে কোরেন্ডন এয়ারলাইনস

তুর্কি-ডাচ ফ্লাইট কোরেন্ডন এয়ারলাইনস ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্ক’ বিভাগ চালুর পরিকল্পনা করছে। পরিবার ছাড়া ভ্রমণকারীদের শিশুদের কান্নাকাটি ও চেঁচামেচি মুক্ত ফ্লাইট সেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিভাগে ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা থাকবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য হিল’।

প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইনের ব্যবহৃত এয়ারবাস এ৩৫০ এসে কিছু আসন সংরক্ষিত থাকবে। এই বিভাগ নভেম্বরে আমস্টারডাম এবং ডাচ ক্যারিবিয়ান দ্বীপের কুরাকাও ফ্লাইটে চালু করা হবে।

এয়ারলাইনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের এই বিভাগটি শিশু ছাড়া ভ্রমণকারীদের জন্য। যারা একটি শান্ত পরিবেশে কাজ করতে চান এমন ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য করা হয়েছে।

এই বিভাগ অভিভাবকদেরও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। কেননা অন্যান্য ফ্লাইটে তাঁদের সন্তান একটু ব্যস্ত বা কান্নাকাটি করলে সহযাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে তাঁরা কম অস্বস্তিতে থাকবেন।

কোরেন্ডন বলেছে, বিভাগটি দেয়াল এবং পর্দা দিয়ে বিমানের বাকি অংশ থেকে আলাদা করা হবে। এটি শান্ত, স্বাচ্ছন্দ্যময় ও সুরক্ষিত পরিবেশ তৈরি করবে।

বিমানের সামনের অংশটি ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের’ বিভাগ তৈরিতে ব্যবহার করা হবে। যেখানে অতিরিক্ত লেগরুমসহ ৯টি অতিরিক্ত বড় আসন এবং ৯৩টি স্ট্যান্ডার্ড আসন রয়েছে।

এই আসনগুলোর জন্য অতিরিক্ত ৪৫ ইউরো খরচ হবে। আর অতিরিক্ত-বড় আসনগুলোর জন্য অতিরিক্ত ১০০ ইউরো খরচ হবে।

এমন বিভাগ চালুতে কোরেন্ডন এয়ারলাইনস প্রথম নয়, এটি সম্ভবত নেদারল্যান্ডসে প্রথম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত