অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে গিয়ে অর্থ ফুরিয়ে গেল তাঁর। তবে দেশে না এসে মজা করে আরও কয়েকটা দিন সেখানে কাটানোর জন্য এক ফন্দি আঁটলেন। সঙ্গীদের নিয়ে নিজের অপহরণের নাটক সাজালেন! এমন আশ্চর্য অভিযোগ উঠেছে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে।
ইংল্যান্ডের পোর্টসমাউথের বাসিন্দা ৪৮ বছর বয়স্ক ইয়ান রবি ডে। থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়ে বেশ মজাতেই কাটছিল সময়। কিন্তু অর্থ ফুরিয়ে যাওয়ার পর আরও কিছুটা দিন সেখানে আরাম-আয়েশে কাটানোর ইচ্ছা পেয়ে বসল তাঁকে। ইংল্যান্ডে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আরও অর্থ পাঠাতে বললেন। কিন্তু সেখানে পার্টি করে অর্থ উড়ানোটা মোটেই ভালো চোখে দেখছিল না পরিবার। অতএব সরাসরি না করে দিল।
পরিস্থিতি এমন দাঁড়াল, হয় তাঁকে ভ্রমণের ইতি টেনে বাড়ি ফিরতে হবে, নতুবা যেভাবে হোক অর্থ জোগাড় করতে হবে। দ্বিতীয়টা করার সিদ্ধান্ত নিলেন। অনেক ভেবেচিন্তে থাইল্যান্ডে আরও কিছুদিন অবসর বিনোদন কাটানোর যে উপায় খুঁজে বের করলেন, তা রীতিমতো পিলে চমকানো। ভ্রমণসঙ্গীদের তাঁকে মারধর করতে এবং মুখোশধারী দুর্বৃত্ত হিসেবে উপস্থিত হতে রাজি করালেন। উদ্দেশ্য, অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করা।
লোকটি সম্ভবত একবারও ভাবতে পারেননি, ইন্টারপোল এই অপহরণ মামলায় জড়িত হবে। ফল তা-ই হয়েছিল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা দ্রুতই পাতায়ার একটি হোটেলে তাঁর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়। ঘরের দরজা ভেঙে পুলিশের দলটি যখন ভেতরে প্রবেশ করে, তখন তাদের জন্য অপেক্ষা করছিল একটি চমক। তারা বন্দী, অসহায় এক ব্যক্তির পরিবর্তে পেল প্রচুর মদ খেয়ে টালমাটাল অবস্থায় থাকা একজনকে। আর তাঁর সঙ্গে এই পার্টিতে রয়েছেন সেই ‘অপহরণকারী’রা।
থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তা সোরসাক সায়েংচা সাংবাদিকদের বলেন ‘তিনি নিজের ওপর আক্রমণের ছবি পাঠিয়েছিলেন। তারপর ক্ষতসহ নিজের এমন ছবি পাঠান, যেন মনে হয় তাঁকে মারধর করা হয়েছে। বন্ধুদের তাঁকে ঘুষি মেরে মুখে দাগ তৈরি করে দিতে রাজি করান। পরে ‘ফেসটাইমে’ নিজের পরিবারকে ভিডিও কল করেন। তাঁর অনুরোধে তিন বন্ধু এমন আচরণ করেছিলেন, যেন তাঁরা তাঁকে জিম্মি করে অপহরণ করেছেন।
‘যখন পরিবার তাঁকে আর সাহায্য করতে অসম্মতি জানায়, তখন তিনি অপহরণের নাটক সাজান।’ বলেন সায়েংচা, ‘তবে তাঁর পরিবার উদ্বিগ্ন ছিল এবং তারা যুক্তরাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়। ইন্টারপোল থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা লোকটিকে খুঁজে বের করেছি। যখন সেখানে পৌঁছালাম তাঁরা একটা পার্টি করছিলেন।’
২৬ জানুয়ারি পুলিশ যখন খুঁজে পায়, তখন তিনি আরও তিনজন বিদেশির সঙ্গে মাদক দিয়ে নেশা করছিলেন। অননুমোদিত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ড্রাগস এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার অভিযোগে হোটেলের ওই কামরায় থাকা সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, ডেইলি মেইল, দ্যা সান
থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে গিয়ে অর্থ ফুরিয়ে গেল তাঁর। তবে দেশে না এসে মজা করে আরও কয়েকটা দিন সেখানে কাটানোর জন্য এক ফন্দি আঁটলেন। সঙ্গীদের নিয়ে নিজের অপহরণের নাটক সাজালেন! এমন আশ্চর্য অভিযোগ উঠেছে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে।
ইংল্যান্ডের পোর্টসমাউথের বাসিন্দা ৪৮ বছর বয়স্ক ইয়ান রবি ডে। থাইল্যান্ডের পাতায়ায় বেড়াতে গিয়ে বেশ মজাতেই কাটছিল সময়। কিন্তু অর্থ ফুরিয়ে যাওয়ার পর আরও কিছুটা দিন সেখানে আরাম-আয়েশে কাটানোর ইচ্ছা পেয়ে বসল তাঁকে। ইংল্যান্ডে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আরও অর্থ পাঠাতে বললেন। কিন্তু সেখানে পার্টি করে অর্থ উড়ানোটা মোটেই ভালো চোখে দেখছিল না পরিবার। অতএব সরাসরি না করে দিল।
পরিস্থিতি এমন দাঁড়াল, হয় তাঁকে ভ্রমণের ইতি টেনে বাড়ি ফিরতে হবে, নতুবা যেভাবে হোক অর্থ জোগাড় করতে হবে। দ্বিতীয়টা করার সিদ্ধান্ত নিলেন। অনেক ভেবেচিন্তে থাইল্যান্ডে আরও কিছুদিন অবসর বিনোদন কাটানোর যে উপায় খুঁজে বের করলেন, তা রীতিমতো পিলে চমকানো। ভ্রমণসঙ্গীদের তাঁকে মারধর করতে এবং মুখোশধারী দুর্বৃত্ত হিসেবে উপস্থিত হতে রাজি করালেন। উদ্দেশ্য, অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে মুক্তিপণ হিসেবে অর্থ আদায় করা।
লোকটি সম্ভবত একবারও ভাবতে পারেননি, ইন্টারপোল এই অপহরণ মামলায় জড়িত হবে। ফল তা-ই হয়েছিল। আন্তর্জাতিক পুলিশ সংস্থা দ্রুতই পাতায়ার একটি হোটেলে তাঁর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়। ঘরের দরজা ভেঙে পুলিশের দলটি যখন ভেতরে প্রবেশ করে, তখন তাদের জন্য অপেক্ষা করছিল একটি চমক। তারা বন্দী, অসহায় এক ব্যক্তির পরিবর্তে পেল প্রচুর মদ খেয়ে টালমাটাল অবস্থায় থাকা একজনকে। আর তাঁর সঙ্গে এই পার্টিতে রয়েছেন সেই ‘অপহরণকারী’রা।
থাইল্যান্ডের পুলিশ কর্মকর্তা সোরসাক সায়েংচা সাংবাদিকদের বলেন ‘তিনি নিজের ওপর আক্রমণের ছবি পাঠিয়েছিলেন। তারপর ক্ষতসহ নিজের এমন ছবি পাঠান, যেন মনে হয় তাঁকে মারধর করা হয়েছে। বন্ধুদের তাঁকে ঘুষি মেরে মুখে দাগ তৈরি করে দিতে রাজি করান। পরে ‘ফেসটাইমে’ নিজের পরিবারকে ভিডিও কল করেন। তাঁর অনুরোধে তিন বন্ধু এমন আচরণ করেছিলেন, যেন তাঁরা তাঁকে জিম্মি করে অপহরণ করেছেন।
‘যখন পরিবার তাঁকে আর সাহায্য করতে অসম্মতি জানায়, তখন তিনি অপহরণের নাটক সাজান।’ বলেন সায়েংচা, ‘তবে তাঁর পরিবার উদ্বিগ্ন ছিল এবং তারা যুক্তরাজ্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়। ইন্টারপোল থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা লোকটিকে খুঁজে বের করেছি। যখন সেখানে পৌঁছালাম তাঁরা একটা পার্টি করছিলেন।’
২৬ জানুয়ারি পুলিশ যখন খুঁজে পায়, তখন তিনি আরও তিনজন বিদেশির সঙ্গে মাদক দিয়ে নেশা করছিলেন। অননুমোদিত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ড্রাগস এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার অভিযোগে হোটেলের ওই কামরায় থাকা সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, ডেইলি মেইল, দ্যা সান
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ ঘণ্টা আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগে